রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর, সম্পাদক মুছা পুনঃনির্বাচিত
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি পদে দীপংকর তালুকদার ও সাধারণ সম্পাদক পদে হাজী মুছা মাতব্বর পুনঃ নির্বাচিত হয়েছেন।
দলীয় সুত্র জানায়, সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরুর আগে দীপংকর তালুকদারকে এবার সভাপতি পদটি ছেড়ে দিতে প্রধানমন্ত্রী স্বয়ং নিখিল কুমারকে অনুরোধ করেন। প্রধানমন্ত্রীর অনুরোধে নিখিল প্রার্থীতা প্রত্যাহার করে দীপংকর তালুকদারকে সমর্থন দিয়েছেন।
এদিকে সাধারণ সম্পাদক পদে সমঝোতা না হওয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১৩৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন হাজী মুছা মাতব্বর, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাজী কামাল উদ্দিন পান ১০২ ভোট।