আলীকদমে হাত ধোয়ার স্টেশনের শুভ উদ্ধোধন
নিজেকে সুস্থ রাখুন, অন্যকেও সুস্থ রাখতে সজাগ থাকুন
॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা,আলীকদম ॥
করোনা ভাইরাস প্রতিরোধে সাবান দিয়ে নিয়মিত হাত পরিস্কার রাখুন। ঘর থেকে বরে হলে অবশ্যই মাস্ক পড়ুন। আপনার সচেতনতাই পারে যে কোন রোগকে প্রতিরোধ করতে। বুধবার বিকালে আলীকদম উপজেলার ২ নং চৈক্ষ্যং ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মংচিং হেডম্যান পাড়াস্থ বাজারে হাত ধোয়ার স্টেশনের উদ্ধোধনে নির্বাহী কর্মকর্তা মোঃ সায়েদ ইকবাল এ কথা বলেন।
বিএনকেস ও কারিতাস এর যৌথ উদ্যোগে এবং (টঝঅওউ ্ ঈজঝ) এর অর্থানে হাত ধোয়ার স্টেশন উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন সজিব চাকমা, সক্ষমতা প্রকল্পের উপজেলা কো-অডিনেটর, ৬ নং ওয়ার্ড এর মেম্বার মোঃ জাকির হোসেন এবং ওয়ার্ড দুযোর্গ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও গণমান্য ব্যাক্তিবর্গ।
আলীকদম উপজেলা প্রশাসন সুত্র জানায়, আলীকদম ২ নং চৈক্ষ্যং ইউনিয়নে বিভিন্ন বাজারে (টঝঅওউ ্ ঈজঝ) এর অর্থায়নে ৩ লক্ষ টাকা ব্যায়ে মোট ১২ টি হাত ধোয়ার স্টেশন স্থাপন করা হয়েছে। বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ করোনা ভাইরাস প্রতিরোধে সাবন দিয়ে হাত ধোয়ার জন্য সাময়িক ৯০ টি সাবান দেওয়া হয়েছে।
আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন- অবশ্যই নিজেকে সুস্থ রাখুন, অন্যকেও সুস্থ রাখতে সজাগ থাকুন। পরিস্কার পরিচ্ছন্ন থাকলে সহজে রোগ প্রতিরোধ করা যাবে।
ই-পিসি/আর