রাজস্থলীতে ৩টি ট্রাককে জরিমানা
॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির রাজস্থলীতে বৈধ কাগজপত্র না থাকায় তিনটি ট্রাককে ৯ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৩ মে) সকাল ১১ টায় উপজেলার প্রবেশ মুখে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার দাশ।
ইউএনও শান্তনু কুমার দাশ জানান, সকালে বৈধ কাগজপত্র না থাকায় তিনটি ট্রাককে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য প্রতিদিন রাজস্থলী চন্দ্রঘোনা ও বাঙালহালিয়া সড়কে ফিটনেস ও লাইসেন্সবিহীন, মিনি ট্রাক, পিকাআপ,চাঁদের গাড়ী মাহিন্দ্রা অবৈধ ভাবে চলাফেরা করে। এতে সরকারের লক্ষ লক্ষ টাকা রাজস্ব আদায় হতে বঞ্চিত হচ্ছে।