রোয়াংছড়ি উপজেলায় শেয়ারিং মিটিং
॥ হ্লাছোহ্রী মারমা রোয়াংছড়ি ॥
বান্দরবান রোয়াংছড়ি উপজেলায় বেসরকারি সংস্থান তহজিংডং এনজিও’র উদ্যোগে সুইডেন অর্থায়নে মানুষের জন্য ফান্ডেশন সহযোগিতায় উপজেলা পর্যায়ে শেয়ারিং মিটিং উপজেলা টাউন হলে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ মে) সকাল ১১ ঘটিকার সময়ে “জলবায়ু পরিবর্তন মোকাবেলায় স্থানীয় জনগণের অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে নাগরিক সমাজ ও সরকারি প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালীকরণ প্রকল্পের পরিচালক মোঃ জিয়া উদ্দিন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল মান্নান, উপজেলা কৃষি কর্মকর্তা হাব্বিবুন নেচ্ছা, উপজেলা শিক্ষা কর্মকর্তা এস.এম. জাকারিয়া হায়দার, উপজেলা প্রাণি সম্পদ সহকারি কর্মকর্তা শাওকত , রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, তারাছা ইউপি চেয়ারম্যান উনুমং মারমা, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা।
এসময়ে প্রকল্প পরিচালক মোঃ জিয়া উদ্দিন বলেন প্রকল্পের আওতায় টংকাবতী, তারাছা ও নোয়াপতং তিনটি ইউনিয়নের ১৬টি পাড়াতে রাইস ব্যাংক, আইজিএ ফান্ড, জিএফএস রক্ষণাবেক্ষণ, ভিসিএফ, ডেমো প্লট (ড্রাগন চাষ), কাযর্ক্রম নিয়ে রোয়াংছড়ি উপজেলাতে তারাছা ইউনিয়নের চিংবুক এরিয়াতে ড্রাগন চাষের ব্যাপক লাভবান হয়েছে। জলবায়ু পরিবর্তনের জন্য একমাত্র কৃষিখাতে নির্ভরশীল। এছাড়াও ইউনিয়ন পরিষদ, কৃষি অফিস, প্রাণি সম্পদ অফিস, শিক্ষা অফিস, স্বাস্থ্য অফিসের সমন্বয়ের জলবায়ু পরিবর্তন মোকাবেলায় স্থানীয় জনগণের অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে নাগরিক সমাজ শক্তিশালী করণের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকি।
এসময়ে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি ফায়ার স্টেশন কর্মকর্তা মিজানুর রহমান, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা থোয়াইসাংপ্রু মারমা,হেডম্যান শৈসাঅং মারমা, ভিসিএফ সভানেত্রীর চিংম্রাউ মারমা, মেম্বার অংশৈচিং মারমাসহ প্রমুখ।