[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বাঘাইছড়ির সাজেকে সেনাবাহিনীর চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণরামগড় ৪৩বিজিবির ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা ও সমন্বয় সভাবান্দরবানের লামায় ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার ৭ দিন পরদীঘিনালা ৭ বিজিবি’র গেইট এখন বীর প্রতীক আবুল হাসেম নামে নাম করণকাপ্তাইয়ে ২৪এর রঙে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতারাঙ্গামাটি বধির বিদ্যালয়ে ড্রেস ও চারা বিতরণ করলেন জেলা প্রশাসকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় রাম্বুটান ফল চাষে সম্ভাবনার নতুন দিগন্তখাগড়াছড়িতে এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪জাতীয় সমাবেশকে সফল করতে গুইমারা উপজেলা জামায়াতের মিছিলবান্দরবানের লামায় শহীদ জুলাই দিবস পালিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

কলমের তো প্রয়াণ ঘটেনি, এ কলম মৃত্যুঞ্জয়ী

প্রখ্যাত সাংবাদিক কলামিষ্ট আব্দুল গাফ্ফার চৌধুরীর প্রয়াণ

১৪১

॥ নিজস্ব প্রতিবেদক ॥

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি’ দেশ তথা বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়ের মনিকোটায় জ্ঞাণী গুণির জায়গা করে নেয়া এ তৈজস্বীর প্রয়াণে ভারাক্রান্ত হয়ে গেল নেট দুনিয়ার কবি, সাহিত্যিক, উপন্যাসিক, সাংবাদিক লেখক ছড়াকার, পাঠক মহল তথা মানব সমাজও। প্রখ্যাত এ সাংবাদিক ও কলামিষ্ট আব্দুল গাফ্ফার চৌধুরী গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৬.৪০ ঘটিকায় লন্ডনের বার্ণেট হাসপাতালে চিকিৎসাধীন সময়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন)। মৃত্যুকালে তাঁহার বয়স হয়েছিল ৮৮ বছর।

এদিকে প্রখাত লেখক ও সাহিত্যক এর মৃত্যুতে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। সেই সাথে দেশ বরেণ্য এ জ্ঞাণী গুণির মহা প্রয়াণে দেশ, বিদেশের কবি, সাহিত্যিক, ছড়াকার, লেখক সাংবাদিক এবং তাঁদের সংগঠনগুলো শোক জানিয়েছেন। এছাড়া দেশের সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ মানবাধিকার নেতৃবৃন্দরাও গভির শোক প্রকাশ করেছেন, সেই সাথে তাঁহার পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন।

অপর দিকে পার্বত্য চট্টগ্রাম রাঙ্গামাটি থেকে প্রকাশিত প্রচারবহুল ‘সাপ্তাহিক পাহাড়ের সময়’ পরিবার প্রখ্যাত এ সাংবাদিক ও কলামিষ্ট আব্দুল গাফ্ফার চৌধুরীর প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাস জানিয়েছেন। সেই সাথে এ জ্ঞাণী গুণির প্রয়াণে শুধু দেশ নয় বিশ্ব যেন মানবের এক কল্যাণকামী এবং অভিভাবককে হারালেন। অন্যদিকে ‘পার্বত্য সাংবাদিক ইউনিয়ন’ এর সকল সাংবাদিক ও নেতৃবৃন্দ শোক জানিয়েছেন। নেতৃবৃন্দরা বলেন, সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে প্রখ্যাত সাংবাদিক ও কলামিষ্ট আব্দুল গাফ্ফার চৌধুরী প্রয়াণে মানব সমাজ একজন অভিভাবককে হারালো। তিনি কোটি কোটি মানুষের হৃদে বেঁচে থাকবেন।

অপর দিকে সাপ্তাহিক পাহাড়ের সময় এর সম্পাদক ও প্রকাশক এবং ‘পার্বত্য সাংবাদিক ইউনিয়ন’ এর প্রতিষ্ঠাতা সভাপতি মিলটন বড়ুয়া গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, দেশ তথা বিশ্ব এবং সাংবাদিক সমাজ সত্যি একজন কল্যাণমিত্রকে হারিয়েছেন। প্রখ্যাত সাংবাদিক ও কলামিষ্ট আব্দুল গাফ্ফার চৌধুরীর গুণাগুণ আজকের দুনিয়ার জ্ঞান অন্বেষণকারীদের হৃদয়ে জাগ্রত। তিনি দেশ রাষ্ট্র ও মানব সমাজের কল্যাণে তাঁর জ্ঞানের যে স্কন্ধকে বিলিয়ে রেখেছিলেন এবং রেখে গেছেন এর শিক্ষা থেকে সত্যের ক্ষুরধার কলমের বার বার জন্ম হবে। তাঁর জ্ঞান-গুণ হাজার কোটি বছর বেঁচে থাকবে। হয়তো এবং সত্যি যে আজ তাঁর দেহের প্রয়ান ঘটেছে, কিন্তু কলমেরতো প্রয়াণ ঘটেনি, এ কলম তো ‘মৃত্যুঞ্জয়ী’।

উল্লেখ্য যে, আব্দুল গাফ্ফার চৌধুরী ১৯৩৪ সালের ১২ ডিসেম্বর বরিশালে জন্ম গ্রহণ করেন। তাঁর বাবা হাজি ওয়াহিদ চৌধুরী এবং মা মোসাম্মৎ জহুরা খাতুন। তিন ভাই ও পাঁচ বোনের মধ্যে বড় ভাই হোসেন রেজা চৌধুরী ও ছোট ভাই আলী রেজা চৌধুরী এবং বোনদের মধ্যে মানিকা বিবি, লাইলী খাতুন, সালেহা খাতুন, ফজিলা বেগম ও মাসুমা বেগম। ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু হত্যাকান্ডের পর তিনি লন্ডনেই স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন। পরে বৃহস্পতিবার সেখানে চিকিৎসাধীন অবস্থা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।