কাপ্তাইয়ে বীর মুক্তিযোদ্ধা প্রবীণ ব্যক্তির মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি কাপ্তাইয়ের বীর মুক্তিযোদ্ধা প্রবীণ ব্যক্তির মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। বুধবার (১৮মে) সকাল ১১টা ১৫মিনিটে চট্রগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে বীর মুক্তিযোদ্ধা রেফায়েত উল্লাহ (৯০)মৃত্যু বরণ করে। ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে ২মেয়ে এবং অনেক আত্মীয় স্বজন রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে রাঙ্গামাটি জেলা আ’লীগ, দীপংকর তালুকদার এমপি,কাপ্তাই উপজেলা আ’লীগ, বীর মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, কাপ্তাই প্রেসক্লাবসহ শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। মরহুমের লাশ বাদ আছর কাপ্তাই বিউবো মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় সালাম গ্রহণ শেষে দাফন করা হয়। এসময় সর্বস্তরের লোকজন জানাজা নামাজে অংশগ্রহণ করে।