[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
কাপ্তাইয়ে ভোক্তা অধিকার এর অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানানৌবাহিনী স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনাচুক্তি বাস্তবায়ন নিয়ে সৌহার্দপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদরাঙ্গামাটি শ্রী শ্রী লোকনাথ যোগাশ্রমের (মন্দির) ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগরাঙ্গামাটির লংগদু উপজেলাস্থ ভাইবোনছড়ায় বৃদ্ধ মজিবুর এর জায়গা দখলের অভিযোগকাপ্তাই বাংলা কলোনি মসজিদের মুয়াজ্জিনের ইন্তেকালআর পিছিয়ে থাকতে চাই না, দেশের মূলধারার সঙ্গে যুক্ত হতে চাই; পার্বত্য উপদেষ্টালামায় লোকালয়ে উদ্ধার লজ্জাবতী বানর, মাতামুহুরী রিজার্ভে অবমুক্তরাঙ্গামাটির রাজস্থলী-বাঙ্গালহালিয়া সড়কে ঝুঁকিপূর্ণ বাঁকগুলো যেন মরণফাঁদআলীকদমে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ প্রদান
[/vc_column_text][/vc_column][/vc_row]

রোয়াংছড়িতে দুই দিনব্যাপী শুরু হচ্ছে উঃ কসলা স্থবির আন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান

৫৮

॥ রোয়াংছড়ি উপজেলা প্রতিনিধি ॥

রোয়াংছড়ি উপজেলায় ১৯ ও ২০ মে দুইদিন ব্যাপী শুরু হতে যাচ্ছে তাইম্রং ছড়া বৌদ্ধ বিহার অধ্যক্ষ উঃ কসলা স্থবির আন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান। বুধবার (১৮ মে) সকালে আন্ত্যেষ্টিক্রিয়া কমিটি সভাপতি রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বিহার ও পার্বত্য ভিক্ষু উপাধ্যক্ষ ভদন্ত উঃ পঞানন্দ মহাথেরো তথ্যটি নিশ্চিত করেন।

তিনি জানিয়েছেন, দুইদিন ব্যাপী রোয়াংছড়ি তাইম্রং ছড়া বৌদ্ধ বিহার সংলগ্ন মাঠে আন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠিত হবে। এসময় প্রধান অতিথি হিসেবে থাকবেন রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বিহারে অধ্যক্ষ ভদন্ত উঃ উইচারিন্দ মহাথেরো ও উদ্বোধক হিসেবে থাকবেন রোয়াংছড়ি উপজেলার চেয়ারম্যান চহাই মং মারমা। এছাড়া ও বিভিন্ন বিহার হতে আগত শত শত ভিক্ষুগণ ও পুণ্যকারীরা উপস্থিত থাকবেন।

জানা গেছে, রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বিহারে অধ্যক্ষ ভদন্ত উঃ উইচারিন্দ মহাথেরো শিষ্য ছিলেন উঃ কসলা স্থবির। পরে তিনি দীক্ষা গ্রহণের পর তাইম্রং ছড়া বৌদ্ধ বিহারের অধ্যাক্ষ হিসেবে দ্বায়িত্ব হিসেবে পালন করেন। তিনি ১৮ বছর ভিক্ষুরত অবস্থায় গত ২৮ এপ্রিল বৃহস্পতিবার সকালে নিজ বৌদ্ধ বিহারে পরলোক গমন করেন। মৃত্যুকালে ভিক্ষুর বয়স ছিল ৭৬ বছর।

কমিটি সুত্রে জানা গেছে, প্রথম দিনের বিকালে আন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের বিভিন্ন ধর্মরীতি নিয়ম মেনে উঃ কসলা স্থবির মরদেহ নিয়ে শোভযাত্রা শুরু হবে। শোভযাত্রা শেষে মারমাদের সংস্কৃতির সইং নৃত্য(আলং) অনুষ্ঠিত হবে। এছাড়াও রাতে মারমাদের রীতিনীতি মাধ্যমে মরদেহকে দোলন ও ঐতিবাহী পাংখুন নৃত্য আয়োজন করেছেন কমিটিরা। এছাড়াও ২য় দিন সকালে ভিক্ষু সংঘের আরুং ছোয়াং(ভোজন), সইং নৃত্য (আলং), ভিক্ষুর আত্বাশান্তির কামনা জন্য পঞ্চমশীল গ্রহণ , আতশবাজী প্রজ্বলন এবং উঃ কসলা স্থবির পবিত্র দেহে অগ্নি সংযোজন সহ আতশবাজী বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে সংশ্লিষ্ট কমিটিরা।

এব্যাপারে রোয়াংছড়ি উপজেলার চেয়ারম্যান চহাইমং মারমা জানান, দুইদিন ব্যাপী আন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে প্রশাসন পক্ষ হতে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। যাতে কোন অপ্রতিকর ঘটনা না ঘটে। এছাড়াও বিভিন্ন এলাকার থেকে পূণ্যকারীরা অনুষ্ঠানে যোগদানের জন্য বিভিন্ন পদক্ষেপ হাতে নেয়া হয়েছে।