বরকলে জাতীয় গোল্ডকাপ অনুর্ধ্ব-১৭ টুর্ণামেন্ট শুরু
॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বরকলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ বালক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ বালিকা অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়েছে। সোমবার (১৬ মে) সকালে উপজেলা ক্রীড়া মাঠ প্রাঙ্গণে এ ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা এর সভাপতিত্বে উদ্ভোদনী অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা,বরকল থানার ওসি মোঃ নাছির উদ্দিন,বরকল রাগীব রাবেয়া কলেজ অধ্যক্ষ নৈচিং রাখাইন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা বলেন,বরকল উপজেলায় অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী হয়ে মননশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এবং বিনোদনের অংশ হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ বালক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ বালিকা অনুর্ধ্ব-১৭ এর ৫ ইউনিয়নের খেলোয়ারবৃন্দের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়। উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে যাতায়াতের সুবিধাসহ প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী দেয়া হয়।
তিনি আরো বলেন,বরকল উপজেলা থেকে যাতে প্রতিভাবান খেলোয়াড় গড়ে উঠে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে সুনাম অর্জন করতে পারে এমনটা প্রত্যাশা রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা।
এসময় সুবলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা,বরকল ইউপি চেয়ারম্যান প্রভাত কুমার চাকমা,ভূষণছড়া ইউপি চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ মামুন ও বড় হরিণা ইউপি চেয়ারম্যান নিলাময় চাকমা,বরকল প্রেস ক্লাবের সহ-সভাপতি নিরত বরন চাকমা সহ স্থানীয় গণ্যমাম্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে,ক্রীড়া প্রতিযোগিতায় আইমাছড়া ইউনিয়ন কে হারিয়ে সুবলং ০২-০১ গোলে এগিয়ে বিজয়ী এবং ভূষণছড়া ইউনিয়নকে হারিয়ে বরকল ইউনিয়ন ০২-০১ গোলে এগিয়ে বিজয় লাভ করেন।