[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
অবৈধভাবে বালু উত্তোলনে রাঙ্গামাটিতে জরিমানারাঙ্গামাটির বাঘাইছড়ি কাচালং নদীর ভাঙ্গনে হুমকির মুখে প্রায় ৬০ পরিবারমাটিরাঙ্গায় মানসিক স্বাস্থ্য বিষয়ক বিশেষ ক্যাম্পে ব্যাপক সাড়ামানিকছড়িতে কৃষকের সেবা নিশ্চিত করণের লক্ষ্যে মতবিনিময়বাঘাইছড়ির সাজেকে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র গোলাবারুদ উদ্ধাররাঙ্গামাটির লংগদুতে মোটরসাইকেল দূর্ঘটনায় বৃদ্ধার মৃত্যুআলীকদমে পিআইও’র বিরুদ্ধে চেয়ারম্যান ও মেম্বারদের অবস্থান কর্মসূচিবিএনপি সম্প্রীতি, উন্নয়ন ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করার বিশ্বাসীরামগড়ে বাজার নিয়ন্ত্রণে টাস্কফোর্সের অভিযানে জরিমানাকাপ্তাই উপজেলা যুবদলের আহবায়ক জাহেদুল এর বাবার ইন্তেকাল
[/vc_column_text][/vc_column][/vc_row]

আওয়ামীলীগ সরকারের দুর্নীতি-অনিয়মের বিচার হবে জনতার আদালতে: হাবীব

৩৩

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

দেশব্যাপী বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। শনিবার (১৪ মে) দুপুরে জেলা সদরের ভাঙ্গাব্রীজ-কলা বাগান এলাকার গনপুর্ত অফিসের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বিএনপি’র খাগড়াছড়ি জেলা শাখা। সমাবেশ ঘিরে জেলার বিভিন্ন এলাকা থেকে দলটির হাজারো নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন।

সমাবেশে খাগড়াছড়ি জেলা শাখার বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল।

প্রধান অতিথির বক্তব্যে হাবীব উন নবী খান সোহেল বলেন, আওয়ামীলীগ সরকারের দুর্নীতি, অনিয়ম, লুটপাট, খুন ও গুমের বিচার হবে জনতার আদালতে, প্রকাশে, খোলা আকাশের নিচে। তিনি আরো বলেন, এ সরকারের অধীনে নয়, ইভিএমেও নয়, এমনকি এ নির্বাচন কমিশনের অধীনেও নয়, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারে অধীনে। বাংলার মানুষ রাজপথে তার ফয়সালা করবে।

জেলা বিএনপির যুব দলের সভাপতি মাহাবুবুল আলম সবুজ এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক এড. মালেক মিন্টু, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, মহিলা দলের সভানেত্রী কুহেলি দেওয়ান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাগর নোমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদুল আলম প্রমুখ।

দলটির সূত্রে জানা যায়, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ২৯ মে থেকে ৭ জুন পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে।