[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, মিলাদ ও পুরস্কার বিতরণপানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিতকাপ্তাইয়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক সভারাজস্থলীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপনথানচিতে বংয়ক হেডম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনচন্দ্রঘোনায় ধ্রব সংস্কৃতি পরিষদের বিজয়ীদের মাঝে সনদ বিতরণহুন্ডা আর গুন্ডা ভাড়া করে নির্বাচন ঠান্ডা করার চিন্তা বাদ দেন: অ্যাড. মোখতারমাইনীমুখ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি- হাসেম, সম্পাদক- আলাউদ্দিনকাপ্তাই-এ ২২৭জন কার্ডধারীদের মাঝে চাল বিতরণ১৭২ কোটি টাকায় লামায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কাজ শুরু
[/vc_column_text][/vc_column][/vc_row]

কাপ্তাইয়ের সীতাপাহাড়ে সন্ত্রাসীদের হামলায় স্বামী-স্ত্রী আহত

৪১

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাইয়ের ডলুছড়ি পানের বরজ কৃষক চাঁদা না দেওয়ায় স্বামী -স্ত্রীকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (১২মে) সন্ধ্যা সাড়ে ৭টায় ২ নম্বর রাইখালী ইউনিয়ন ১ নং ওয়ার্ডের ডলুছড়ি নামক মারমা পাড়ায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে আরো জানা গেছে সন্ধ্যা সময় ৬/৭ জনের সসস্ত্র একটি অস্ত্রধারী দল মারমা পাড়ায় হামলা করে। পানের বরজ কৃষক ও স্থানীয় পাড়া দোকানদার চাঁদা না দেওয়ার কারনে থোয়াইচাই মারমা(৫৩) এবং তাঁর সহধর্মিণী চিংঞো মারমাকে (৪০) পিটিয়ে গুরুতর ভাবে আহত করে।

এলাকার বসবাসকারীরা জানান, এরা আঞ্চলিক দলের সন্ত্রাসী এবং সবুজ রঙের পোশাক পরিহিত ছিলো। আহত দম্পতির ছেলে সুইহ্লা চিং মারমা জানান, চাঁদা না দেওয়ায় ৬ /৭জনের একটি সন্ত্রাসী দল অস্ত্র এবং লাঠি নিয়ে এসে তার বাবা এবং মা’ কে বেদম প্রহার করে চলে যান। পরে তাঁর পরিবারের সদস্যরা আহত দুই জনকে রাতে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে ভর্তি করান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাজীব শর্মা জানান, গুরুতর আহত থোয়াই চাই মারমার বুকের পাজরের হাড় ভেঙ্গেছে এবং বাম হাতে ক্ষত রয়েছে। এছাড়া তাঁর সহধর্মিণী কোমরে এবং পিঠে গুরুত্বর ভাবে আঘাত প্রাপ্ত হয়েছেন।

রাইখালী ইউনিয়ন ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সেলিম জানান, ঘটনাটি তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। তবে কারা মেরেছে সেই বিষয়ে অবগত না। বর্তমানে শীতারপাহাড় মারমা পাড়ার বসবাসকারী নিরীহ লোকজন আতংকের মধ্যে আছে। আবার হামলা চালায়।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, ঘটনার পর চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করে নাই। অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।