মাটিরাঙ্গায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) উদ্বোধন
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
মাটিরাঙ্গা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ্ব-১৭) ২০২২ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) বিকালের দিকে মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী খেলার প্রথম রাউন্ডে তাইন্দং বনাম আমতলী ইউনিয়ন এবং তবলছড়ি বনাম মাটিরাঙ্গা পৌরসভা মুখামুখি হয়। নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত উক্ত টুর্নামেন্টে উপজেলার মাটিরাঙ্গা পৌরসভা সহ ৮টি ইউনিয়ন অংশগ্রহণ করবে। ১৬ মে উক্ত টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।
খেলায় আমতলী ইউনিয়ন কে হারিয়ে তাইন্দং ইউনিয়ন ২-০ গোলে জয় লাভ করে এবং অপর ম্যাচে ট্রাইবেকারে মাটিরাঙ্গা পৌরসভাকে হারিয়ে তবলছি ইউনিয়ন ৪-১ গোলে জয় লাভ করে।
রেফারির দায়িত্ব পালন করেন আমতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক এবিএম ফরহাদ
উদ্বোধন অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজা হাবিব শাপলা, মাটিরাঙ্গা পৌর মেয়র মোঃ শামসুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশরাফ উদ্দিন, তাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পেয়ার আহাম্মদ মজুমদার, আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গনি প্রমুখ ছাড়াও টুর্নামেন্টে অসংখ্য ক্রিড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গা উপজেলার যুব রেড ক্রিসেন্টের একটি প্রাথমিক চিকিৎসক দল প্রাথমিক চিকিৎসা ও শৃঙ্খলা প্রদান করে।