কাপ্তাইয়ে ফিটনেস, হেলমেট ও লাইসেন্সবিহীন গাড়ি চলাচল করায় ১৬ মামলা
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাইয়ে সড়ক পরিবহণ আইনে ভ্রাম্যমান আদালতে ১৬টি মামলা ও জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টা হতে শাড়ে তিনটা পযন্ত অভিযান করা হয়। মটোরসাইকেল ফিটনেস, হেলমেট, লাইসেন্স বিহীন এবং প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া গাড়ী চলাচলের অপরাধে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মুনতাসির জাহান এ অভিযান করে। এতে ১৬টি মামলায় ১০হাজার ২শ’টাকা জরিমানা আদায় করে।
এ সময় উপজেলা কানুনগো সিরাজদ্দৌলা, কাপ্তাই থানার উপ পরিদর্শক মোঃ ইখতিয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দপ্তরের অফিস সুপার সিরাজুল ইসলাম ও কাপ্তাই থানার পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।