[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়িতে ‘জুলাই শহিদ’ মজিদ এর কবরে জেলা প্রশাসকের শ্রদ্ধাআর কোনো স্বৈরশাসক জাতির ওপর যেন চেপে বসতে না পারেরাঙ্গামাটির কাপ্তাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনরাঙ্গামাটির বাঘাইছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনমধ্যরাতেই কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬ জলকপাট খুলে দেয়া হয়েছেমুগ্ধতা ছড়াচ্ছে রাঙ্গামাটির কলাবাগান ঝর্ণারাজস্থলীতে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদের চেয়ারম্যানবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণে কিশোরীর পা বিচ্ছিন্নরাঙ্গামাটির কাপ্তাই হ্রদে প্রথম দিনেই আড়াই কোটি টাকার মাছ আহরণকাপ্তাই কাদেরী বিদ্যালয়ে শিক্ষার্থীর মাঝে ফলজ ও ঔষধী চারা বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

৫ম বারের মতো জেলা শ্রেষ্ঠ হলেন মাটিরাঙ্গার ওসি

৪৬

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত হয়ে সম্মাননা স্মারক পেলেন মাটিরাঙ্গা থানা (ওসি) মুহাম্মদ আলী। গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর ক্লুলেস হত্যাকান্ডসহ বিভিন্ন মামলার রহস্য উদঘাটন, মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক উদ্ধারসহ মাদক ব্যবসায়ীদের আটক করা চোরাচালান নিরোধে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করায় এ শ্রেষ্ঠত্বের পুরস্কারে ভুষিত হন তিনি।

এদিকে শ্রেষ্ঠ হবার সুবাদে প্রসংসায় ভাসছেন তিনি। ফুলের শুভেচ্ছায় বরন করা হচ্ছে তাঁকে।

সোমবার ৯ মে সকালের দিকে খাগড়াছড়ি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় মাটিরাঙ্গা থানার চৌকষ পুলিশ কর্মকর্তা মুহাম্মদ আলী ৫মবারের মতো জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মনোনীত হয়েছেন। একইসাথে বিশেষ ওয়ারেন্ট তামিলকারী অফিসার ও এপ্রিল মাসের কর্ম মূল্যায়নে জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে মনোনিত হয়েছেন মোঃ ইব্রাহিম খলিল।

কল্যাণ সভা শেষে খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ বিপিএম এর হাত থেকে বিশেষ সম্মাননা পুরস্কার গ্রহণ করেন তাঁরা।

এ অর্জনকে মাটিরাঙ্গাবাসীর জন্য উৎস্বর্গ করে মাটিরাঙ্গার জনগণের আন্তরিক সহযোগিতা ছিল বলেই আমি এই সম্মাননা পেয়েছি মন্তব্য করে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী বলেন, এ উপজেলা থেকে মাদক,চোরাচালান ও সন্ত্রাস নির্মূল করার ঘোষণা দিয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

একইসাথে খাগড়াছড়ি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় খাগড়াছড়ির পুলিশ সুপারের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।