[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রামগড়ে কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট কল্যাণ সমিতি’র সভাপতি জসিম, সম্পাদক দেলোয়ারযুবদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে: কাজল তালুকদারজীবিকা ও উন্নয়নের সংগ্রামে আত্মনির্ভরতার ছবি পাহাড়ের অনেক নারীখাগড়াছড়ির দীঘিনালায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপনমাটিরাঙ্গায় নানা কর্মসূচিতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপনরামগড়ে বিএনপি’র নেতৃবৃন্দের সাথে ব্যবসায়ীদের মতবিনিময়মাটিরাঙ্গা জোনের অভিযানে ৯২.৭ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ৭দিন পর বন্ধ করা হল কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাটরাঙ্গামাটিতে বর্জ্যব্যবস্থাপনা বিষয়ে পৌরকর্তৃপক্ষের সাথে সনাকের অ্যাডভোকেসি সভারামগড়ে টাওয়ার কাজ করছে না নেটওয়ার্ক বন্ধ, চাঁদা না পওয়ায় সমস্যার সৃষ্টি!
[/vc_column_text][/vc_column][/vc_row]

জুরাছড়িতে ৩ নং মৈদং ইউপি চেয়ারম্যান এর পিতা প্রয়াত সুনিল চাকমার সাপ্তাহিক ক্রিয়া অনুষ্ঠিত

১২৫

॥ স্মৃতি বিন্দু চাকমা জুরাছড়ি ॥

জুরাছড়িতে ৩ নং মৈদং ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সাধনানন্দ চাকমার পিতা বিশিষ্ট সমাজ সেবক প্রয়াত সুনিল চাকমার সাপ্তাহিক ক্রিয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মে) সকালে ফকিরাছড়ি বাজার প্রাঙ্গনে সাপ্তাহিক ক্রিয়া অনুষ্ঠিত হয়।

এসময় প্রয়াতের কর্মময় জীবনী আলোকপাত করেন তার নাতনি দৃপ্তি চাকমা। প্রয়াত সুনিল চাকমার স্মৃতিচারণেরর উদ্দেশ্য করে ধর্মীয় উদ্ধোধনী সংগীত পরিবেশনায় পঞ্চশীল প্রার্থনা করেন সাবেক ইউপি সদস্য কাজলা চাকমা।

ভিক্ষু সংঘের মধ্যে ধর্মীয় দেশনা প্রদান করেন কুসুমছড়ি লুম্বিনী বন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ বহ্মালঙ্কার মহাথের, ডেবাছড়ি পূর্বারাম বৌদ্ধ বিহারে অধ্যক্ষ সুমঙ্গল মহাথের সহ অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য ভিক্ষুগণ।

প্রয়াত সুনিল চাকমার সাপ্তাহিক ক্রিয়া অনুষ্ঠানে জুরাছড়ি উপজেলার বিভিন্ন এলাকা থকে আত্মীয়স্বজন বন্ধু- বান্ধব শুভাকাঙ্ক্ষী সহ ২ হাজারের মত লোক মহতি পূণ্য অনুষ্ঠানে সমবেত হয়ে মঙ্গালিক প্রার্থনা করা হয়।

উল্লেখ্য প্রয়াত সুনিল চাকমা গত ২৮ এপ্রিল ২০২২ হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসা ফকিরাছড়িতে পরলোক গমন করেন। প্রয়াত সুনিল চাকমা ১ মে ১৯৫০ সালে জম্মগ্রহণ করেন। তিনি একজন এলাকার সমাজ সেবক এবং অত্যন্ত মৃদুভাষী ছিলেন।