কাপ্তাইয়ে সেনা অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী আটক
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি ৭ আর,ই ব্যাটালিয়ন কাপ্তাই হরিনছড়া হতে অবৈধ অস্ত্র,গোলাবারুদ ও সরঞ্জামাদি সহ এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে ।
রবিবার (১মে) সকাল সাড়ে ৫টা দিকে ৭ আর, ই ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ এলাকা হতে গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান করা হয়। ৭ আর,ই ব্যাটালিয়ন অধিনায়ক লেঃকর্ণেল ফেরদৌস হাসান পিএসসি,র নেতৃত্বে অভিযান পরিচালোনা করে ৪নম্বর কাপ্তাই ইউনিয়ন ১নং হরিনছড়া ওয়ার্ড এলাকা হতে বিমল চাকমাকে(২২) অস্ত্রসহ আটক করা হয়।
এসময় তার নিকট হতে ১টি অটোমেটিকস (এসএমজি),১টি ম্যাগাজিন, ১টি দেশিও তৈরি বন্দুক,১৫ রাউন্ড এ্যামোনিশন,১টি রামদা,১টি স্মার্টফোন, ২টি বাটনফোন,১টি ব্যাগ ও নগদ ৭শত’৫৭টাকা উদ্বার করা হয়। আটককৃত সন্ত্রাসী, খেকে অস্ত্র এ্যামোনিশন এবং অন্যান্য সরঞ্জামাদি বড়ইছড়ি কাপ্তাই থানায় হস্তান্তর করা হয়েছে। এ অভিযান পার্বত্যঞ্চলে সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে একটি সফল অভিযান। এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।