দীঘিনালায় সেনাবাহিনীর পক্ষ থেকে হতদরিদ্রের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের বেতছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খাগড়াছড়ি রিজিয়ন এবং সেনা পরিবার কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রান বিতরণ, এতিম ও অসহায় শিশুদের মাঝে পোষাক বিতরণ করা হয়েছে।
রবিবার (১ মে) দীঘিনালা উপজেলার ১ নং মেরুং ইউনিয়নের বেতছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খাগড়াছড়ি রিজিয়ন এবং সেনা পরিবার কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রান বিতরন, এতিম ও অসহায় শিশুদের মাঝে পোষাক বিতরণ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, পাহাড়ি বাঙালী নির্বিশেষে সব সময় পার্বত্য অঞ্চলে যেকোন ধরনের সাহায্য সহযোগিতার কাজে এগিয়ে এসেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, পাহাড়ে কোন ধরণের সন্ত্রাসী চাঁদাবাজি সহ্য করা হবে না। শান্তি সম্প্রীতি রক্ষার্থে সবাই ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে চাই।এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম এর সহ ধর্মীনী এবং সেপকস সহসভানেত্রী মিসেস রাবেয়া জাহাঙ্গীর, দীঘিনালা জোনের জোন কমান্ডার সস্ত্রীক লেঃ কর্নেল চৌধুরী মোহাম্মদ ফাহিম আশরাফী ও মিসেস রেহনুমা মুনজুর এবং ১নং মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী ।
ত্রান সমগ্রী ও পোষাক বিতরণ শেষে ১ নং মেরুং এলাকার চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ি বাংগালী নির্বিশেষ এই এলাকার সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে বদ্ধ পরিকর।
মেরুং ইউপি সদস্য ঘনশ্যাম ত্রিপুরা বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সুখে-দুঃখে সব সময় যেকোনো ধরনের সাহায্য সহযোগিতা প্রদানের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী। এসময় দীঘিনালা উপজেলার বেতছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬শতাধিক পরিবারের মাঝে পোষাক ও ত্রাণ সামগ্রী বিতরণ ছাড়াও রিজিয়নের আওতাধীন তিন হাজার পরিবারের মাঝে পোষাক ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় । ত্রান পেয়ে রাধেখা চাকমা ও জাহানারা বলেন আর্মি বিভিন্ন ঈদের আমাদেরকে সেমাই, চিনি, তেল, লবন, ডাল, চাল দিয়েছে এতে আমারা অনেক খুশি হয়েছে এবং ঈদের সেমাই চিনি খেতে পারব।