ঈদুল ফিতর উপলক্ষ্যে অসহায়দের মাঝে পলাশপুর জোনের মানবিক সহায়তা প্রদান
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পলাশপুর জোন ও খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)ও বিদ্যানন্দ ফাউন্ডেশন এর পক্ষ থেকে পলাশপুর জোনের আওতায় অসহায় পাহাড়ী ও বাঙালি ১৬২ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়।
শুক্রবার (২৯এপ্রিল) বিকাল ৫টায় পলাশপুর জোন ও খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরন করেন পলাশপুর জোন অধিনায়ক লেঃ কর্ণেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন, পিএসসি।
ঈদ সামগ্রীর মধ্যে চাউল, ডাল, পেয়াজ, আলু, চিনি, গুড়া দুধ, সেমাই, লবন এবং তেল এর ৭৫টি প্যাকেট বিদ্যানন্দ এবং ব্যাটালিয়ন অধিনায়ক এর পক্ষ থেকে ৮৭ প্যাকেট সর্বমোট ১৬২ প্যাকেট খাদ্যসামগ্রী স্থানীয় গরীব ও দুঃস্থ বাঙ্গালী এবং পাহাড়ী পরিবারকে মানবিক সহায়তা প্রদান করেন।
এ সময় পলাশপুর জোন ও ব্যাটালিয়ন এর উপ-অধিনায়ক মেজর মোঃ খসরু রায়হান, জি, আর্টিলারি, ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মোহাঃ দেলোয়ার হোসাইন, ভারপ্রাপ্ত সুবেদার মেজর মোঃ আলতাফ হোসেন, প্রধান সহকারী মোঃ আইয়্বুুল ইসলাম, নায়েব সুবেদার এ্যাডজুটেন্ট মোঃ ওয়াহেদুজ্জামান, জোনের অন্যান্য পদবীর সদস্য, বিএসবি, আরআইবি, আরআইসি, বিআইপি সদস্য এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।