[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

জেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় টিএসএফ’র উদ্যোগে

একাদশ শ্রেণীর পাঠ্যবই ও কম্পিউটার প্রশিক্ষণ সনদ বিতরণ

৬৩

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ি জেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ (টিএসএফ) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে একাদশ শ্রেণীর পাঠ্যবই ও ককবরক কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের প্রথম ব্যাচের কম্পিউটার প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২৮এপ্রিল) বিকালে টিএসএফ কর্তৃক পরিচালিত জেলা সদরের খাগড়াপুরস্থ ককবরক লাইব্রেরীর হলরুমে এটি অনুষ্ঠিত হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। এসময় ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ কর্তৃক পরিচালিত খাগড়াপুরে ককবরক লাইব্রেরী ও ককবরক কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, পাহাড়ে প্রতিটি কোনায় শতভাগ শিক্ষার সুযোগ সৃষ্টি করতে সরকার চেষ্টা করে যাচ্ছে। এটিকে বাস্তবায়ন করতে সকলের সম্মিলিত উদ্যোগ দরকার। পাহাড়ের প্রত্যন্ত এলাকায় গিয়ে দেখেছি, দুর্গম অঞ্চলে ৮/৯ কিলোমিটার এলাকা জুড়ে নেই কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। ফলে সেসব এলাকায় ক্ষুদে শিক্ষার্থীদের শেষ ঠিকানা ছিল প্রাথমিকের গন্ডি। এসব বিষয়ে সরকারির পাশাপাশি সামাজিক সংগঠনকে এগিয়ে আসতে হবে। তথ্য দিয়েও সহযোগিতা করতে হবে।

 

তিনি আরো বলেন, পাহাড়ে ইদানিং বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা বেড়ে চলেছে। এটিকে প্রতিরোধ করতে হবে যুব সমাজ থেকে শুরু করে সকলকে। তখনি আমরা বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারবো।
অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নয়ন ত্রিপুরার সভাপতিত্বে জয়িতা পদকপ্রাপ্ত নারী নেত্রী ও উদ্যোক্তা শাপলা দেবী ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক প্রমোদ বিকাশ ত্রিপুরা, শিক্ষা উন্নয়ন সংস্থার সমন্বয়ক নবলেশ্বর ত্রিপুরা লায়ন ও সাধার সম্পাদক জয় প্রকাশ ত্রিপুরা, টিএসএফ’র সাবেক সভাপতি দেবাশীষ ত্রিপুরা ও সাধারণ সম্পাদক নক্ষত্র ত্রিপুরাসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এতে সংগঠনের সাধারণ সম্পাদক অঞ্জু লাল ত্রিপুরার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি খঞ্জন জ্যোতি ত্রিপুরা। এসময় সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে প্রেজেন্টেশন উপস্থাপনা করেন খলেন জ্যোতি ত্রিপুরা।

আলোচনা সভা শেষে জেলা প্রশাসনের অর্থায়নে জেলার বিভিন্ন উপজেলায় একাদশ শ্রেণীর আর্থিক অসচ্ছল ও মেধাবী ৫০জন শিক্ষার্থীদের হাতে বই ও ককবরক কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে প্রথম ব্যাচের কোর্স সম্পন্নকারী ১৬জনকে সনদ তুলে দেওয়া হয়।