বান্দরবানে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥
বান্দরবানে ব্যাটারি চালিত ইজি বাইক ধাক্কায় আট বছরে নন্দীতা চক্রবর্তী নামে এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুর এজাহার মিয়া কলোনীর ফজর আলী পাড়ার সজল চক্রবর্তী মেয়ে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে বান্দরবান ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,নিহত মেয়েটি দোকান থেকে বাসার দিকে ফেরার পথে ব্যাটারি চালিত ইজি বাইক সজোরে মেয়েটির শরীরের উপর ধাক্কা দিয়ে চলে যায়। এসময় ঘটনাস্থলে নন্দীতা চক্রবর্তী (৮) শিশুটির মৃত্যু হয়।
বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, নিহত শিশু বাবা বাদী হয়ে চালক বিরুদ্ধের থানায় মামলা দায় করেছেন। তিনি আরো জানিয়েছেন, ইজিবাইকে চালক পলাটক রয়েছে। তাকে গ্রেফতার করার জন্য পুলিশের টিম পাঠানো হয়েছে।