জুরাছড়িতে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ
॥ স্মৃতি বিন্দু চাকমা,জুরাছড়ি ॥
জুরাছড়িতে চার ইউনিয়নের জনগণের মাঝে পবিত্র ঈদ -উল ফিতর উপলক্ষে চাল বিতরণ করা হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) সকালে উপজেলা খাদ্য গুদামে এসব চাল বিতরণ করা হয়।
এসব চাল বিতরণ সময় উপস্থিত ছিলেন জুরাছড়ি উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথ সহ চার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ।
এসময় প্রতি পরিবারকে ১০ কেজি হারে এসব ভিজিএফ চাল বিতরণ করা হয়। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা জানান,১ নং জুরাছড়ি ইউনিয়নে ১২ শত পরিবার,২ নং বনযোগীছড়া ইউনিয়নে ১ হাজার পরিবার, ৩ নং মৈদং ইউনিয়নে ১ হাজার পরিবার, ৪ নং দুমদুম্যা ইউনিয়ন পরিষদে ১৪ শত ২৯ পরিবার।
পবিত্র ঈদ- উল ফিতরের চাল পেয়ে খুশী পাহাড়ী বাঙালি হতদরিদ্র পরিবার গুলো।