মানিকছড়ির ৩৫ পরিবার পেলে প্রধানমন্ত্রীর ঈদ উপহার’র ঘর
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’-এই প্রতিপাদ্যে সারাদেশে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন অসহায় পরিবারে দুই শতক ভূমি ও সেমিপাকা ঘর উপহার দিয়ে অসহায় মানুষকে মাথাগুজার ঠাঁই দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম ও দ্বিতীয় পর্যায়ে সারাদেশে ১ লাখ ১৭হাজার ৩২৯টি ঘর নির্মাণ করা হয়েছে। প্রকল্পের ৩য় পর্যায়ে ৬৫হাজার ৬৭৪টি ঘরের মধ্যে ৩২হাজার ৯০৪টি ঘর ২৬ এপ্রিল সুবিধাভোগী পরিবারের মাঝে গণভবন থেকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত এসব ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উপকারভোগীদের বক্তব্য শুনে প্রধানমন্ত্রী আবেগাফøুত হয়ে পড়েন।
এ উপলক্ষে মঙ্গলবার (২৬ এপ্রিল) খাগড়াছড়ি জেলার ৯উপজেলায় ৩য় ধাপের ঘর হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিতে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন।
মানিকছড়ি উপজেলা টাউন হলে অনুষ্ঠিত ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রক্তিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তহিদ উদ জামান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান এম.এ.রাজ্জাক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সফিউল আলম চৌধুরী, ইউপি চেয়ারম্যান মোঃ আবদুর রহিম, হেডম্যান কংজরী চৌধুরী, সুবিধাভোগী মোঃ রিপন ও সোনিয়া আক্তার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, ক্যয়জরী মহাজনসহ সকল ইউপি সদস্য, হেডম্যান, সুধীজন ও সাংবাদিকবৃন্দ।
আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় উপজেলায় ইতোমধ্যে ১ম ও ২য় পর্যায়ে ৬০০ পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেওয়া হয়েছে। ৩য় পর্যায়ে ৭২টি ঘরের কাজ চলমান রয়েছে। যার মধ্যে আজ ৩৫টি ঘর বুঝিয়ে দেওয়া হয়। অবশিষ্ট ৩৭টি কাজ শেষে বুঝিয়ে দেওয়া হবে জানিয়েছেন ইউএনও।