লামায় ১২শত কৃষকের মাঝে কৃষি অফিসের প্রণোদনা প্রদান
॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥
বান্দরবানের লামা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে খরিপ-১ মৌসুমে উফশী-আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামুল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) সকালে লামা উপজেলা পরিষদ চত্বরে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দিন, মিলকী রাণী দাশ, উপজেলা কৃষি অফিসার রতন চন্দ্র বর্মন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ সহ প্রমূখ। এছাড়া উপ-সহকারী কৃষি কর্মকর্তা, সাংবাদিক, স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রতিজন কৃষককে সর্বোচ্চ ১ বিঘা (৩৩ শতক) জমিতে আউশ চাষের জন্য ৫ কেজি বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে। এই কার্যক্রমের আওতায় লামা উপজেলার ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নে ১২শত কৃষকের মাঝে এই প্রণোদনা দেয়া হবে। তন্মোধ্যে পৌরসভায় ১৮০ জন, গজালিয়া ইউনিয়নে ২০০, লামা সদর ইউনিয়নে ২০০, ফাঁসিয়াখালী ২২০, আজিজনগর ৫০, রূপসীপাড়া ১৮০, সরই ১২০ ও ফাইতং ৫০ জন প্রণোদনা পাবেন।