মাটিরাঙ্গায় পুষ্টি সমন্বয় সভা
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
“সঠিক পুষ্টিতে সুস্থ জীবন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২২(২৩-২৯ এপ্রিল ২২) পালন উপলক্ষে পুষ্টি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৫ এপ্রিল বেলা ১টার দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কার্যালয়ের বাস্তবায়নে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা পুষ্টি সমন্বিত সমন্বয় কমিটি ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার মিজ তৃলা দেব।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ খায়রুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান ডালিম, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ মুজিবুর রহমার ভুঁইয়া, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্ত ডাঃ মো: আরিফুদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিটো দেওয়ান, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মিল্টন ত্রিপুরা প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে জনগণের পর্যাপ্ত পুষ্টির জোগান নিশ্চিত করা অপরিহার্য। কারণ বেঁচে থাকার জন্য শারীরিক মানসিক ও কর্মদক্ষতা উন্নয়নে পুষ্টির গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। জনবহুল এই দেশের প্রতিটি নাগরিককে জাতীয় সম্পদ হিসেবে গড়ে তুলতে নারী-পুরুষ ও শিশুদের জন্য মান সম্পন্ন পুষ্টি নিশ্চত করা জরুরি। এজন্য খাদ্যের সঙ্গে পুষ্টির কথা ভাবতে হবে বলে মনে করেন তারা।
শারীরিক-মানসিক বৃদ্ধি এবং বিকাশের জন্য অপরিহার্য পুষ্টি মন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার মিজ তৃলা দেব বলেন, পুষ্টি হল মানুষের শরীরের মৌলিক প্রয়োজনীয়তা। স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য এই পুষ্টি অত্যন্ত প্রয়োজনীয়। জীবনের শুরু থেকেই সুস্থভাবে বেঁচে থাকার জন্য ভারসাম্যপূর্ণ ডায়েটের খুবই প্রয়োজন।
অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা সমাজসেবা কর্মকর্তা বাদশা ফয়সাল, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত, বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রহমত উল্ল্যাহ সহ পুষ্টি সমন্বয় কমটির সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত এ পুষ্টি সেবার কার্যক্রম চলবে।