লামায় আগুনে পুড়ে ছাই রাজমিস্ত্রী রুবেল বসতবাড়ি
॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥
বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়ন ৫নং ওয়ার্ড সুতাবাদী পাড়া (২৩ এপ্রিল) শনিবার দুপুর ৩টায় আগুনে পুড়ে নিঃস্ব হয়েছে রাজমিস্ত্রী রুবেল। সে সুতাবাদী এলাকার মৃত মোঃ ইয়াছিন এর বড় ছেলে। চোখের সামনে সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে তার পরিবার।
রুবেলের ছোট ভাই জাহেদুল ইসলাম জানায়, রাজমিস্ত্রী হেল্পার হিসাবে দিনমজুরি কাজে গিয়েছিল তার ভাই। এসময় পার্শ্ববর্তী সাইফুলের স্ত্রী ফোন করে জানায় বাড়িতে আগুন লেগেছে। সাথে সাথে এসে দেখি বাড়িতে আগুন জ্বলছে। পার্শ্ববর্তী মানুষ সহ হাজার চেষ্টা করে ও রক্ষা গেলনা। আমাদের ধারণা বাড়িতে কেউ না কেউ আগুন দিয়েছে। আগুন পড়ে ছাই হয়ে প্রায় ২-৩ লক্ষ টাকার অধিক ক্ষতি হয়। রুবেল ছোট ভাই আরো জানায়, তারা এই বাড়িতে থাকেনা। দীর্ঘদিন মায়ের অসুস্থ কারণে পার্শ্ববর্তী মেজ ভাইয়ের বাড়িতে থাকে সবাই। বাড়িতে তালা লাগানো ছিল। তাই এই পরিবারে কোন মালামাল বের করা সম্ভব হয়নি।
এদিকে আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে রেডক্রিসেন্ট সোসাইটি প্রশিক্ষণ প্রাপ্ত দুই সদস্য, আবু ছৈয়দ, ইসমাইলুল করিম ও স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে কাজ করে, বাড়িটি উঁচু পাহাড় হওয়ায় পানি কোন ব্যবস্থা না থাকায়। প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রন করতে পারে নেই। আগুনে সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন, ফাইতং পুলিশ ফাঁড়ি পুলিশের টিম।
ফাইতং ইউপি চেয়ারম্যান মোঃ ওমর ফারুক আগুন পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সরকারি ভাবে আর্থিক সহযোগিতা করা হবে। ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সরকারি ঘর প্রদানে আশ্বাস দেন।