॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গার ৩নং ওয়ার্ডের হাতিয়া পাড়ায় এসআরটি নামক ১টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ভেঙ্গে গুড়িয়ে দিযয়েছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২২ এপ্রিল) দুপুর ১২ টার দিকে অভিযান চালিয়ে এ ইটভাটাটি গুড়িয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, মহামান্য হাইকোর্টের নির্দেশনা প্রতিপালন না করে ইটভাটাটি পরিচালনা করায় মাটিরাঙ্গা পৌরসভাস্থ্য হাতিয়াপাড়া অবস্থিত এসআরটি ভাটাটির সকল কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করাসহ চিমনি ও চুল্লি ভেঙ্গে দেয়া হয় এবং মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দিয়ে ইট ভাটার আগুন নিভিয়ে দেয়াসহ ব্রিকসটি সম্পুর্ণ ভেঙ্গে ফেলা হয়। ইটভাটাটির কার্যক্রম ইতিপূর্বে প্রশাসন কর্তৃক সাময়িক বন্ধ করে দেয়া হয়েছিল। অদ্য অভিযানে তা স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়।
অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিজ তৃলা দেব। অভিযানে মাটিরাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিস ও মাটিরাঙ্গা থানা পুলিশের সদস্য উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তৃলা দেব বলেন, মহামান্য হািকোর্টের নির্দেশক্রমে এই ইটভাটাটি স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হল। এরপর যদি ভাটাটি পুনরায় চালু করা হয় তাহলে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করে দেয়া হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।