[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

অশ্রুশিক্ত নয়নে শাহ আলম’কে চির বিদায়

রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতির মৃত্যুতে দীপংকর তালুকদার এমপি’র শোক

৪৯

॥ নিজস্ব প্রতিবেদক ॥

ধর্মপ্রাণ হাজারো মানুষ ও ভক্ত সাধারণের উপস্থিতিতে রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি হাজী মোঃ শাহ আলম কে শেষ বিদায় জানিয়েছেন। বৃস্পতিবার (২২এপ্রিল) সন্ধ্যায় শহরের বনরূপাস্থ কবরস্থানে তাঁকে কবর দেয়া হয়েছে। এর আগে বিকালে বিএনপির পার্টি অফিসে জানাযা শেষে বনরূপা কবরস্থানে আবারো জানাযা অনুষ্ঠিত হয়। এসময় আত্মীয় স্বজন বন্ধু-বান্ধব সহ দলের সকলস্থরের নেতাকর্মী সদালাপী প্রিয় এই নেতাকে অশ্রুশিক্ত নয়নে চির বিদায় জানান।

এদিকে রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি হাজী মোঃ শাহ আলম’র মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপ‌তি ও রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার, এমপি। তিনি জেলা বিএনপির সভাপতি হাজী মোঃ শাহ আলম পরলৌকিকক জীবন মঙ্গল কামনা করেছেন। তাঁর মৃত্যুতে জেলা বাসী সদালাপী এক নেতাকে হারিয়েছে। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

অপর দিকে দলীয় সুত্রগুলো জানায়, চট্টগ্রাম শহরের সিএসসিআর-এ চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২১এপ্রিল) সকাল সাড়ে এগারোটায় ইন্তেকাল করেছেন হাজী মোঃ শাহ আলম। তিনি দীর্ঘদিন ধরে মাথায় টিউমারজনিত কারণে চিকিৎসাধীন ছিলেন। পরে সেটি ক্যান্সারে বলে উল্লেখ করেন চিকিৎসকবৃন্দ। রাঙ্গামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য: শাহ আলম ছাত্রজীবন থেকেই ছাত্রদল করতেন। তিনি রাঙ্গামাটি সরকারি কলেজের সাবেক ছাত্র নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। পরে বিএনপির রাজনীতিতে জড়িত হন। পেশায় ঠিকাদার এই নেতা জেলা বিএনপির সাধারন সম্পাদক হয়ে সর্বশেষ দুই দফায় জেলা বিএনপির সভাপতি হিসেবে নির্বাচিত হন।

এদিকে জেলা বিএনপির সভাপতি শাহ আলম এর অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সাপ্তাহিক পাহাড়ের সময় পরিবার এর সকল সাংবাদিকবৃন্দ। তাঁর এই মৃত্যুতে জেলাবাসী একজন সদালাপী রাজনৈতিক ব্যক্তিকে হারালো। তাঁর আকষ্মিক এই মৃত্যুতে শোকাহত বলে উল্লেখ করেন। ব্যবসা ও রাজনৈতিক জীবনে তিনি অজশ্র বন্ধু বান্ধব রেখে গেছেন। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।