থানচিতে আফিমসহ তিন যুবক আটক
॥ থানচি উপজেলা প্রতিনিধি ॥
বান্দরবানে থানচিতে যৌথ বাহিনীর অভিযানে ১ কেজি ৭০ গ্রাম নিষিদ্ধ আফিমসহ তিন যুবককে আটক করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
গত মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম র্যাব-৭ ও বিজিবি ৩৮ ব্যাটালিয়ানের একটি চৌকস দলে যৌথ অভিযানে থানচি বাজার সংলগ্নে সেগুন ঝিড়ি গেষ্টহাউস এলাকার থেকে আফিমসহ তিন যুবককে আটক করা হয়। আটককৃত রুমতুই ম্রো (৩০), মেনরাই ম্রো (২৫) ও রিংওয়াই ম্রো (২২) নামক তিনজনই থানচি উপজেলার দুর্গম রেমাক্রী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মাইকুয়া পাড়ার বাসিন্দা।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতের থানচি বাজার সংলগ্নে সেগুন ঝিড়ি গেষ্টহাউস এলাকার যৌথ বাহিনীর অভিযানে ১ কেজি ৭০ গ্রাম আফিমসহ মাদক পাচারকারী তিন যুবককে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানান, গতকাল রাত্রে থানচি বাজারে র্যাব ও বিজিবি ৩৮ যৌথভাবে অভিযান চালায়। এ যৌথ বাহিনীর অভিযানে সেগুন ঝিরি গেষ্টহাউস এলাকার থেকে রুমতুই ম্রো (৩০), মেনরাই ম্রো(২৫) ও রিংওয়াই ম্রো (২২) নামক নিষিদ্ধ আফিমসহ তিন মাদক পাচারকারীদের আটক করা হয়।
চট্টগ্রাম র্যাব-৭ মেজর মোস্তফা জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক চোরাকার্বারী থানচি বাজারে অবস্থান করেছে এমন সংবাদের যৌথ বাহিনীর অভিযানে ১ কেজি ৭০ গ্রাম নিষিদ্ধ আফিমসহ তিনজনকে আটক করা হয়।
তিনি আরো জানান, মাদক পাচারকারী তিনজনে সাথে থাকার ১ হাজার ৩শত ৭৫ টাকা, ১ টি এনড্রয়েড ফোন, ৩ টি বাটন মোবাইল ফোন, ১টি মানিক ব্যাগ, ২টি হাতে ঘড়ি উদ্ধার করা হয়। আটককৃতদেরকে থানচি থানায় সোপর্দ করা হয়েছে।
থানচি থানার অফিসার ইনচার্জ (ওসি) সুদ্বীপ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিন মাদক পাচারকারী আসামীদের থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব ও বিজিবি। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।