[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
প্রবারণা উপলক্ষে রোয়াংছড়ি তারাছা ইউনিয়নে ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিতপার্বত্য চট্টগ্রামে লাইভলিহুড ডেভেলপমেন্ট একটি গুরুত্বপূর্ণ ইস্যু: উপদেষ্টা সুপ্রদীপখাগড়াছড়ির পানছড়িতে মৎস্যখাতে কোটি টাকার ক্ষতিলংগদুতে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক জনসচেতনতা সভালংগদুতে অবৈধভাবে পাহাড়/টিলা কর্তনের দায়ে দুই ব্যক্তিকে অর্থদন্ডরাজস্থলীর বিমাছড়া পাড়ায় পানির সংকট দূর করলো সেনাবাহিনীদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, মিলাদ ও পুরস্কার বিতরণপানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিতকাপ্তাইয়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক সভারাজস্থলীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন
[/vc_column_text][/vc_column][/vc_row]

বরকলে জলকেলি উৎসবে সম্পন্ন হলো মাহা সাংগ্রাই

১৫০

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির বরকল উপজেলায় মারমা সম্প্রদায়ের তরুণ তরুণীদের অংশগ্রহণে জলকেলি উৎসবের মধ্যে দিয়ে মাহা সাংগ্রাই সম্পন্ন হয়েছে ।

সোমবার ১৭ এপ্রিল সকালে মারমা সাংস্কৃতিক সংস্থা(মাসস) এর আয়োজনে উপজেলার খেলার মাঠ প্রাঙ্গণে এ জলকেলি উৎসব অনুষ্ঠিত হয়।এছাড়াও সাংগ্রাই অনুষ্ঠানে বাঁশ খেলা,হাঁস খেলা,দড়ি টানাটানি খেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছেন বরকল মাসস।

বরকল উপজেলা মারমা সাংস্কৃতিক সংস্থা(মাসস) এর সভাপতি মংহ্লাচিং মারমা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, ৪৫ বিজিবি জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মতিউল ইসলাম মন্ডল,বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা,বরকল রাগীব রাবেয়া কলেজ অধ্যক্ষ নৈচিং রাখাইন ও বরকল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাছির উদ্দিন প্রমূখ।

প্রধান অতিথি বক্তব্য জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মতিউল ইসলাম মন্ডল বলেন,সকল সম্প্রদায়ের নিজস্ব ঐতিহ্যকে ধরে রাখতে হবে। আর হিংসা,বিদ্বেষ,লোভ- লালসা এসব মন থেকে দূর করতে হবে। কারণ এগুলোই সকল ধর্মের শিক্ষা। তিনি আরো বলেন,জলকেলি শব্দটি ছোটবেলা থেকে শুনে আসলেও তার দেখার সুযোগ হয়নি। কিন্তু এবারে বরকলে যোগদানের পর স্ব-চোখে দেখতে পেয়ে খুবই আনন্দবোধ করেন। যার জন্য তিনি জলকেলি আয়োজক কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিশেষ অতিথি বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা বলেন,পাহাড়ের মানুষ খুবই আনন্দপ্রিয়।আর মারমার সম্প্রদায়ের ঐতিহ্যবাহী উৎসব হলো জলকেলি উৎসব ।সকলেই এ উৎসব উপভোগ করেছেন।
সভাপতি বক্তব্য মংহ্লাচিং মারমা বলেন,প্রতি বছরের ন্যায় এবছর পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে সানন্দে গ্রহণ করে আমাদের এ সাংগ্রাই।এর পাশাপাশি জলকেলি উৎসবের আয়োজন করা হয়েছে।এ অনুষ্ঠানে অতিথিবৃন্দের উপস্থিত থাকায় এবং সহযোগিতা করায় অনুষ্ঠান উদযাপন কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে যেন এ সহযোগিতা অব্যহত থাকে এ প্রত্যাশা রাখেন।

এসময় সাংগ্রাই ও জলকেলি উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব কায়গ্রীন মারমা,সদস্য উজ্জ্বল ত্রিপুরা,সদস্য প্রুথোয়াই মারমা সহ মারমা সাংস্কৃতিক সংস্থার সদস্যবৃন্দ,বিভিন্ন সংস্থার নেতৃবৃন্দ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।