নানা আনুষ্ঠানিকতায় রাজস্থলীতে বাংলা নববর্ষ পালিত
॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥
বর্ণাঢ্য আয়োজনে রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলীতে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে উপজেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। রাজস্থলী উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা উৎসবের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ, ভাইস চেয়ারম্যান অংনুচি মারমা, ওসি জাকির হোসেন, ১ নং ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, মহিলা সভানেত্রী লংবতি ত্রিপুরা সহ অন্যান্যরা । শোভাযাত্রায় বিভিন্ন রঙের পোশাক পরে নারী পুরুষ অংশগ্রহণ করে। এছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী-পুরুষও তাদের ঐতিহ্যবাহী নানা রঙের পোশাক পরে অংশগ্রহণ করে শোভাযাত্রায়।
একদিকে বাঙালির নববর্ষ পহেলা বৈশাখ অন্যদিকে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের বর্ষবরণ বৈ-সা-বি উৎসব চলছে রাজস্থলীতে। ফলে সম্প্রীতির মিলন মেলায় পরিণত হয়েছে পুরো রাজস্থলী উপজেলা।