কাপ্তাইয়ে বর্ষবরণ উপলক্ষে বর্ণাঢ়্য র্যালী ও বৈশাখী মেলা
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ বরণ উপলক্ষে বর্ণাঢ়্য র্যালীর আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় কাপ্তাই উপজেলা পরিষদ চত্বর হতে বর্ণাঢ়্য র্যালীটি বের করা হয়।
এসময় নানা রকম দেশিও বাদ্য বাজনার তালে তালে বিভিন্ন পোশাকে সজ্জিত হয়ে নানা শ্রেণী পেশার মানুষ এ র্যালীতে অংশ নেন। এসময় র্যালীতে অংশ গ্রহণ করেন, জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, উপজেলা কৃষি কর্মকর্তা সামসুল আলম চৌধুরী, কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) জসিম উদ্দিন, ওসি (তদন্ত) আখতার হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার, সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইদ্রিচ, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাসুদ কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন সম্পাদক ঝুলন দত্তসহ সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী , সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা র্যালীতে অংশ নেন ।
এদিকে বাংলা নববর্ষ উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বাউল গানের আসর এবং বৈশাখী মেলারও আয়োজন করা হয়।