মহালছড়িতে সাংগ্রাই উপলক্ষে মামাদের ঐতিহ্যবাহী খেলাধুলার উদ্বোধন
॥ মহালছড়ি উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সিঙ্গিনালা মহামুনি পাড়া গ্রামে শাপলা সংঘের উদ্যেগে চৈত্রসংক্রান্তি ও নববর্ষের উৎসব সাংগ্রাই উপলক্ষে মারমাদের ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলার উদ্বোধন করা হয়। ১৩ এপ্রিল বুধবার বিকাল সাড়ে ৪ টায় শাপলা সংঘ ক্লাব প্রাঙ্গনে খেলাধুলার এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শাপলা ক্লাবের সভাপতি আনুমং মারমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও প্রাক্তন শাপলা সংঘের সভাপতি থুইহলাঅং মারমা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুবাছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মংরে মারমা, সাধারণ সম্পাদক অংসাথোয়াই মারমা, স্থানীয় কার্বারি থোঅংজাই কার্বারি, সিঙ্গিনালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হ্লাথুই কারবারি, মারমা উন্নয়ন সংসদ মহালছড়ি উপজেলা সহসভাপতি কংজরী মারমা, স্থানীয় গন্যমান্য থুইচাই মারমা প্রমূখ।
প্রসঙ্গতঃ চৈত্র সংক্রান্তি ও নববর্ষ উদযাপনকে মারমারা “সাংগ্রাই” বলে থাকে। প্রতিবছর এ দিনটিতে এ উৎসবকে ঘিরে মারমারা সাধারনত ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলা সহ আনন্দ উৎসবে মেতে থাকেন। এ সাংগ্রাই উৎসব এক নাগারে ৪-৫ দিন পর্যন্ত চলবে।