[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
কাপ্তাইয়ে ভোক্তা অধিকার এর অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানানৌবাহিনী স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনাচুক্তি বাস্তবায়ন নিয়ে সৌহার্দপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদরাঙ্গামাটি শ্রী শ্রী লোকনাথ যোগাশ্রমের (মন্দির) ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগরাঙ্গামাটির লংগদু উপজেলাস্থ ভাইবোনছড়ায় বৃদ্ধ মজিবুর এর জায়গা দখলের অভিযোগকাপ্তাই বাংলা কলোনি মসজিদের মুয়াজ্জিনের ইন্তেকালআর পিছিয়ে থাকতে চাই না, দেশের মূলধারার সঙ্গে যুক্ত হতে চাই; পার্বত্য উপদেষ্টালামায় লোকালয়ে উদ্ধার লজ্জাবতী বানর, মাতামুহুরী রিজার্ভে অবমুক্তরাঙ্গামাটির রাজস্থলী-বাঙ্গালহালিয়া সড়কে ঝুঁকিপূর্ণ বাঁকগুলো যেন মরণফাঁদআলীকদমে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ প্রদান
[/vc_column_text][/vc_column][/vc_row]

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে

বৈসু, সাংগ্রাই, বিঝু ও বাংলা নববর্ষ উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র‌্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

৭৬

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥

খাগড়াছড়িতে পার্বত্য জেলা পরিষদের আয়োজনে ‘‘নতুন দিনের নতুন আলোয় নতুন জীবন গড়ি জরাজীর্ণ, সাম্প্রদায়িকতা ভূলে সম্প্রীতির হাত ধরি’ এ প্রতিপাদ্যে বৈসু, সাংগ্রাই, বিঝু (বৈ-সা-বি) ও বাংলা নববর্ষের বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২এপ্রিল) সকালে পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শুরু হয়ে পৌর টাউনহল প্রাঙ্গনে গিয়ে শেষ হয় এবং বিভিন্ন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য প্রদর্শনী করা হয় ।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র‌্যালী উদ্বোধন করেন, ভারত প্রত্যাগত শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্ধাস্ত নিদিষ্টকরণ ও পুনর্বাসন সর্ম্পকিত টাস্কর্ফোস চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ও সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা,এমপি।

প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, সম্প্রদায়ের সম্প্রীতির মেলবন্ধনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করতে হবে। সম্প্রীতির মেলবন্ধন এবং সংস্কৃতি চর্চার মাধ্যমে সকল সম্প্রদায়ের ঐতিহ্যকে ফুটিয়ে তুলার আহবান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ, খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্ণেল সাইফুল ইসলাম সুমন, ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র প্রধান নির্বাহী কর্মকর্তা ক্ষ্ণৃ চন্দ্র চাকমা, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, সিভিল সার্জন ডাঃ নুপুর কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদ সদস্য এডভোকেট আশুতোষ চাকমা, পার্থ ত্রিপুরা জুয়েল, শতরুপা চাকমা, মংক্যচিং চৌধুরী, খোকনেশ্বর ত্রিপুরা, হিরন জয় ত্রিপুরা, নিলোৎপল খীসা, শাহিনা আক্তার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শানে আলম, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল হক’সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও প্রতিনিধিরা। পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ বশিরুল হক ভূঞা।

অনুষ্ঠানে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও সংস্থা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং খাগড়াছড়ি জেলার বিভিন্ন ইলেক্ট্রনিক্স প্রিন্ট মিডিয়া, গণ্যমাধ্যম কর্মীরা এতে অংশ নেন। র‌্যালিতে বর্ণিল পোষাকে পাহাড়ি তরুণ-তরুণী ছাড়াও সব বয়সের হাজার হাজার নারী পুরুষের অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে ঐতিহ্যবাহী নৃত্য ও গান পরিবেশন করা হয়।