দীঘিনালায় কৃষকদের মাঝে ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি প্রদান
॥ মোঃ সোহেল রানা,দীঘিনালা ॥
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অনাবাদি জমি ও বসতঘরের আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন (ইফনাপ)” লক্ষে শীর্ষক প্রকল্পের আওতায় কৃষক গ্রুপদের মাঝে ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি প্রদান করেছে দীঘিনালা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
সোমবার (১১ এপ্রিল ) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর‘র কার্যালয়ের সামনে এসব কৃষি উপকরণ তুলে দেন উপজেলা কৃষি কর্মকর্তা নুরে আলম ছিদ্দিকী।
এসময় দীঘিনালা উপজেলার ৫ টি ইউনিয়নের কুমিল্লা পাড়া, মুকুন্দ পাড়া, দূর্ঘা কার্বারী পাড়া, পুলিনবিহারী হেডম্যান পাড়া, মর্গ্যা কার্বারী পাড়ার কৃষক গ্রুপের মাঝে একটি ফুট পাম্প, দু’টি হ্যান্ড স্পেয়ার, তিনটি বাডিং নাইফ, তিনটি (বুশ কাটার) গ্রুনিং শেয়ার প্রদান করা হয়।