মহালছড়ির মুবাছড়ি ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান নেন্দা কার্বারি দাহক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন
॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সিঙ্গিনালা গ্রামের প্রাক্তন মুবাছড়ি ইউপি চেয়ারম্যান (১০ এপ্রিল) রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। সোমবার (১১ এপ্রিল) বিকাল ৪ টায় সামাজিক শ্মশানে তাঁর দাহক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন হয়। মৃত্যুকালে তাঁর বয়স ১ শ বছর। মৃত্যুর আগে তিনি পুত্র-কণ্যা, আত্মীয় স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
প্রয়াত নেন্দা কার্বারীর মৃত্যুর সংবাদ শুনে উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, মুবাছড়ি ইউপি চেয়ারম্যান বাপ্পী খীসাসহ জেলার বিভিন্ন এলাকা থেকে প্রচুর আত্মীয় স্বজন দেখতে আসেন। এছাড়া প্রয়াতের শ্রদ্ধা জানিয়ে বিদায় জানাতে বিভিন্ন সংগঠন থেকে শোকাঞ্জলী প্রদান করা হয়।
প্রসঙ্গত: প্রয়াত নেন্দা কার্বারী মুবাছড়ি ইউনিয়নে ১৯৮৪ই সনে প্রথম চেয়ার হিসেবে নির্বাচিত হন। প্রয়াতের ১ম পুত্র রুইথি কার্বারি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ৩য় পুত্র থুইলাঅং মারমা মহালছড়ি উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ৪র্থ পুত্র হ্লাথুই কার্বারি বর্তমানে সিঙ্গিনালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও এক নাতি অংগ্যজাই মারমা নোয়াখালীতে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) হিসেবে কর্মরত আছেন।