মানিকছড়িতে প্রতিবাদ সমাবেশে বক্তারা
দুর্বার আন্দোলনের মুখে সন্ত্রাসী গোষ্ঠী পালাবার পথ খুঁজে পাবে না
॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার খাড়িছড়া এলাকা থেকে ব্যবসায়ী মোঃ আবদুল কাদের নিখোঁজের চার দিন পেরিয়ে গেলেও তাঁর কোনো সন্ধান মেলেনি। সন্ত্রাসীরা তাকে অপহরণ করেছে দাবী করে অক্ষত অবস্থায় ও নিঃশর্ত মুক্তির দাবীতে প্রতিবাদ সমাবেশ করেছে যোগ্যাছোলা ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ। প্রতিবাদ সমাবেশ থেকে আগামি ২৪ ঘন্টার মধ্যে আব্দুল কাদেরকে নিঃশর্ত মুক্তির দাবী জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুসিয়ারী দেন বক্তারা।
শনিবার (৯ এপ্রিল) বিকেলে মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের দক্ষিণ কালাপানি পান্নাকার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ.লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদিন।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ক্যজরী মহাজন, ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল উদ্দিন পাটোয়ারী, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সহ-সভাপতি মোঃ মোকতাদের হোসেন, ইউপি সদস্য আব্দুল হামিদ, সাম কুমার ত্রিপুরা, পাড়া প্রধান (কার্বারী) ক্যজ মারমা প্রমূখ। প্রতিবাদ সমাবেশে যোগ্যাছোলা ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি ও সর্বস্তরের সাধারণ উপস্থিত ছিলেন।
বক্তারা আরো বলেন, বারবার বাঙ্গালীদের অপহরণ করে চাঁদা আদায় করা আর মেনে নেয়া হবে না। আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি কাদেরকে ফিরিয়ে দেয়া না হয় তাহলে আরো কঠোর আন্দোলন ঘোষণা করা হবে। সশস্ত্র সন্ত্রাসীদের হুশিয়ারী দিয়ে বক্তারা আরো বলেন, এ এলাকার পাহাড়ি-বাঙ্গালী মিলেমিশে একসাথে বসবাস করছে। আপনাদের কারণে এমন শান্ত পরিবেশকে অশান্ত করে তুলার চেষ্টা করলে দুর্বার আন্দোলন গরে তুলা হবে। দুর্বার আন্দোলনের মুখে পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী পালাবার পথ খুঁজে পাবে না। তাই অনতিবিলম্বে অপহরণকৃত আব্দুল কাদেরকে নিঃশ্বার্থ মুক্তির দাবী জানো হয় প্রতিবাদ সমাবেশ থেকে।