রাঙ্গামাটিতে মহিলা দলের ৫০ নেত্রীর পদত্যাগ
জেলা বিএনপি’র মতামত এবং মেয়াদ পূর্তির আগেই মহিলা দলের নতুন কমিটি!
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি জেলা বিএনপির কোন ধরনের মতামত এবং মেয়াদ পূর্তির আগে ও কাউন্সিল ছাড়াই মহিলা দলের নতুন কমিটিকে ‘অগণতান্ত্রিক’ ও ‘একপেশে’ আঙ্খা দিয়ে দল থেকে একযোগে পদত্যাগ করেছেন মহিলা দলের সভানেত্রীসহ ৫০ জন নেতাকর্মী।
রবিবার (১০ এপ্রিল) দুপুরে স্থানীয় রেষ্টুরেন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয়তাবাদী মহিলা দল রাঙ্গামাটি জেলা কমিটির বর্তমান কমিটির সভানেত্রী ও সাধারণ সম্পাদিকা সহ সংগঠনটির একাংশের ৫০ জন নেত্রী এই পদত্যাগের ঘোষনা দেন।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, জাতীয়তাবাদী মহিলা দল ও বিএনপিকে ধংস করার জন্য একটি অপশক্তি জেলা বিএনপির কথা উপক্ষো করে, কেন্দ্রীয় কমিটির মাধ্যমে এই কমিটি ঘোষণা করেছেন। এটি একটি একপেশী কমিটি। তাই এই কমিটি ঘোষনার প্রতিবাদে একযোগে পদত্যাগ করেন তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিগত কমিটির সভাপতি মিনারা বেগম, সাধারণ সম্পাদক সাহিদা আক্তার, মনোয়ারা বেগম, নন্দিতা দাশ, নাজমা আলী সহ পদত্যাগ করা মহিলাদলের অন্যান্য নেত্রীরা। পদত্যাগ করা সভানেত্রী মিনারা বেগম বলেন, আমাদের সাথে আলোচনা না করে একপেশে ও অগনতান্ত্রিকভাবে এই কমিটি ঘোষণা দেওয়া হয়েছে। ত্যাগী ও পরীক্ষিত নেত্রীদের বাদ দিয়ে কমিটি ঘোষণা করার প্রতিবাদে আমরা একযোগে পদত্যাগ করছি।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহিলা দলনেত্রীরা বলেন,পূর্বের কমিটির মেয়াদ ও শেষ হয় নাই,কিন্তু কেন্দ্রীয় কমিটি জেলা বিএনপিসহ বর্তমান নেত্রীবৃন্দের সাথে কোন আলোচনা ছাড়াই নতুন কমিটি ঘোষণা করেছেন। কেন্দ্রীয় কমিটি এ নিয়ে এক উদ্ভট পরিস্থিতি সৃষ্টি করেছেন। নেত্রীবৃন্দ দাবি করেন তাদের ঘোষিত নতুন কমিটিতে আওয়ামীলীগ এর মানুষ ও রয়েছেন। তারা বলেন, ঘোষিত নতুন এ কমিটি বাতিল করা না হলে গনতান্ত্রিক পন্থায় আন্দোলনে যাবে বলে উল্লেখ করেন। সেই সাথে কেন্দ্রীয় কমিটির ঘোষিত মহিলা দলে কমিটিকে রাঙ্গামাটি জেলায় অবাঞ্চিত ঘোষণা করা হয়।
এর আগে ৫ এপ্রিল বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে ১০১ সদস্য বিশিষ্ট রাঙ্গামাটি মহিলা দলের কমিটি প্রেরণ করা হয়।