খাগড়াছড়িতে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের আয়োজনে বৈসু র্যালি
॥ জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি ॥
বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের উদ্যোগে খাগড়াছড়িতে ত্রিপুরাদের প্রধান সামাজিক উৎসব বৈসু উপলক্ষে বৈসু র্যালী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০এপ্রিল) সকালে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ মাঠ থেকে বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে খাগড়াছড়ি পৌর টাউনহল প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। বৈসুর র্যালী উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্ধাস্ত নিদিষ্টকরণ ও পুনর্বাসন সর্ম্পকিত টাস্কর্ফোস চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ও খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।
জেলার ত্রিপুরা সম্প্রদায়ের তরুণ-তরুণীরা নিজস্ব পোশাক পড়ে শোভাযাত্রায় অংশ নেয়। র্যালিতে বর্ণিল পোষাকে পাহাড়ি তরুণ-তরুণী ছাড়াও সব বয়সের হাজার হাজার নারী পুরুষের অংশগ্রহণে এক মিলন মেলায় পরিণত হয়। ত্রিপুরাদের স্মরণকালের বিশাল বর্ণাঢ্য র্যালিতে ঐতিহ্যবাহী গরয়া নৃত্য ও গান পরিবেশিত হয়।
এসময় বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুশীল জীবন ত্রিপুরার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শানে আলম, পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনিন্দ্র লাল ত্রিপুরা, পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা বশিরুল হক ভূঞা, পার্বত্য জেলা পরিষদের সদস্যবৃন্দ অ্যাডভোকেট আশুতোষ চাকমা, শতরূপা চাকমা, শুভ মঙ্গল চাকমা, খাগড়াছড়ি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি সুরেশ মোহন ত্রিপুরা ও সাবেক সাধারণ সম্পাদক খগেশ্বর ত্রিপুরা, বর্তমান কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক স্নেহাশীষ ত্রিপুরা মিঠুসহ বিভিন্ন সামরিক-বেসমারিক, রাজনৈতিক নেতৃবৃন্দ।