[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাঙ্গামাটিতে বিশ্ব স্বাস্থ্য দিবসে র‌্যালী ও আলোচনা সভা

আগামী প্রজন্ম সুরক্ষিত বিশ্ব গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে

১১৩

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি সিভিল সার্জন অফিসের আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৭এপ্রিল) সকালে ‘সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য’ প্রতিপাদ্যে একটি র‌্যালী করা হয়। র‌্যালীতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। র‌্যালিটি চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডান্ট্রি’র সামনে থেকে শুরু করে সিভিল সার্জন কার্যালয়ে শেষ হয়। পরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা খোকন চাকমা’র সঞ্চালনায় ও রাঙামাটি সিভিল সার্জন ডাঃ বিপাস খীসার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ সদস্য ও জেলা স্বাস্থ্য বিভাগের আহবায়ক সুবির কুমার চাকমা, জেলা পরিষদ সদস্য রেংলিয়ানা পাংখোয়া সহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দরা।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, আমাদের আলোচনার বিষয়গুলো শুধু প্রোসেন্টেশনের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবেনা। বিষয়টি সমাজের প্রতিটি স্থরে ছড়িয়ে দিতে হবে। তিনি আশা প্রকাশ করেন আগামী প্রজন্ম সুরক্ষিত বিশ্ব গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে। তিনি আরো বলেন, আজ থেকে ১৫-২০ বছর পূর্বেও স্বাস্থ্য ব্যবস্থা এতটা ভালো ছিলোনা। তিনি বিশেষ করে ম্যালেরিয়া নিয়ন্ত্রনের কথা উল্লেখ করে বলেন, সরকারী-বেসরকারী সার্বিক, সুন্দর পরিকল্পনায় ও নিরলস পরিশ্রমের ফলে ম্যালেরিয়া আজ নিয়ন্ত্রণের মধ্যে এসেছে। তিনি উল্লেখ করেন, কোভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নের্তৃত্ব ও দিক নির্দেশনায় কভিড-১৯ সম্পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে ছিল। যেখানে বিশ্বের বড় বড় শক্তিশালী দেশগুলো কোভিড মোকাবেলায় হিমশীম খেয়েছে। তিনি আশা প্রকাশ করেন, পৃথিবী যদি স্বাস্থ্যকর রাখা যায় তাহলে আগামী প্রজন্মের জন্য সুন্দর,সুস্থ ও নিরাপদ পৃথিবী রেখে যেতে পারবো।

সভার সভাপতি ডাঃ সিভিল সার্জন বিপাস খীসা বলেন, রাঙামাটি স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কাজ ও সেবা বাস্তবায়নের ক্ষেত্রে সব সময় জেলা পরিষদকে পাশে পেয়েছেন এবং পরামর্শ পেয়েছেন। আগামীতে তিনি এই ধরণের পরামর্শ ও সহযোগিতা অব্যাহত রাখার আহবান জানান। তিনি জানান, স্বাস্থ্য সেবার মান উন্নয়নে পার্বত্য এলাকার সামাজিক ও ভৌগলিক অবস্থা বিবেচনা করে পরিকল্পনাসহ ষ্টাফ নিয়োগ দিতে হবে কারণ পার্বত্য এলাকায় লোক সংখ্যার ঘনত্ব হয়ত কম কিন্তু এলাকা অনেক বিস্তৃত। তাই বিষয়টিকে গুরুত্ব সহকারে নিতে হবে। অনুষ্ঠানে তিনি ম্যালেরিয়া ও কোভিড নিয়ন্ত্রনে রাঙ্গামাটি স্বাস্থ্য বিভাগের ভূমিকা উল্লেখ করেন। তিনি আরো জানান,আজকের প্রতিপাদ্যে ‘সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য’ খুবই সমায়োপযোগী। আমাদের দৈনন্দিন কাজ ও ব্যাবহার্য জিনিসি-পত্রের প্রতি সচেতন হতে হবে। সচেতন না হলে আমাদের বিশ্ব সুরক্ষিত থাকবে না। পরিশেষে তিনি বিশ্ব স্বাস্থ্য দিবস সফল ও সার্থক করায় সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উক্ত র‌্যালী ও আলোচনা সভায় জেলার সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের সাথে ইপসা,সুখী জীবন প্রকল্প অংশগ্রহণ করে।