বরকলে ৪৫ বিজিবি জোন কর্তৃক বিভিন্ন খাদ্য সামগ্রী ও অর্থ বিতরণ
॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বরকলে শান্তি ও উন্নয়ন প্রতিষ্ঠার লক্ষ্যে স্থানীয় গরীব ও দুঃস্থ অসহায় জনসাধারণের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) জোন অধিনায়ক লেঃ কর্ণেল পিএসসি মোঃ মতিউল ইসলাম মন্ডল। গত বৃহস্পতিবার সকালে উপজেলার ৪৫ বিজিবি জোনের অবকাশে এসব মালামাল সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।
এসময় উপজেলার ৪৫ বিজিবির আওতাধীন বিভিন্ন এলাকার ৫০জন গরীব ও দুঃস্থ অসহায় পরিবারকে চাল,ডাল ও তেল দেয়া হয় এবং ৪জনকে নগদ ৩০ হাজার টাকা প্রদান করা হয়।
জোন অধিনায়ক বলেন, বরকল বিজিবি সীমান্ত রক্ষা ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি নিজ দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন অপারেশনাল কর্মকান্ড পরিচালনা ও বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করা ছাড়াও সাম্প্রতিক সময়ে নানা রকম আর্থ-সামাজিক উন্নয়নমূলক কাজ করে স্থানীয় জনসাধারনের আস্থা ও ভালবাসা অর্জন করেছে।তার পাশাপাশি বরকলে শান্তি সম্প্রীতি ও উন্নয়ন প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা কামনা করেছেন ৪৫ বিজিবি জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মতিউল ইসলাম মন্ডল।
এসময় ৪৫ বিজিবির উপ-অধিনায়ক মোশারফ হোসেন আবুল বাছার সহ বরকল ৪৫ বিজিবির অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।