বরকলে বিঝু উপলক্ষে তিনদিনব্যাপী ঐতিহ্যবাহী খেলা শুরু
॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি বরকলে বিঝু উৎসব উদযাপন উপলক্ষে নানান আয়োজনের মধ্যে দিয়ে তিন দিনব্যাপী পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী খেলাধুলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) প্রগতি যুবক যুবতী কল্যাণ সমিতির উদ্যোগে সকালে উপজেলা ভূষণছড়া ইউনিয়ন ভূধছড়া গ্রামে এ ঐতিহ্যবাহী খেলা আয়োজন করা হয়।
বিঝু উদযাপন কমিটির আহ্বায়ক ও প্রগতি যুবক যুবতী কল্যাণ সমিতির সভাপতি নিরত বরন চাকমা এর সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা,বিশেষ অতিথি ছিলেন বরকল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাছির উদ্দিন।
প্রধান অতিথি বক্তব্য ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা,পার্বত্য এলাকায় পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ও প্রধান উৎসব হলো বিঝু। এবারে পার্বত্য এলাকা জনসাধারণের অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ায় বিঝু উৎসবে তেমন আমেজ নেই। কিছু গ্রামে ঐতিহ্যবাহী খেলাধুলা আয়োজনের মধ্যে দিয়ে বিঝু উৎসব পালন করা হলেও বেশিরভাগ গ্রামে বিঝু পালন করা হচ্ছে না।
বিশেষ অতিথি বক্তব্য ওসি মোঃ নাছির উদ্দিন বলেন,পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী খেলাধুলা দেখে সত্যিই মুগ্ধ। পাহাড়ি জনগোষ্ঠীর এসব ক্রীড়া আয়োজন আগে তার দেখার সুযোগ হয়নি। তবে একটা গোষ্ঠীর যার যেরকম সংস্কৃতি,ঐতিহ্য থাকুক না কেন উৎসবকে সানন্দে গ্রহণ করা উচিৎ।
এসময় উপস্থিত ছিলেন বরকল থানার উপ-পরিদর্শক (এসআই) কৃতি ত্রিপুরা ও সেরাজুল ইসলাম বিঝু উদযাপন কমিটির উপদেষ্টা কমিটির সদস্য বন কুমার চাকমা,উদযাপন কমিটির সদস্য স্মৃতি ময় চাকমা,সদস্য সঞ্চয় চাকমা সহ স্থানীয় গণ্যামন্য ব্যক্তিবর্গ ও যুববৃন্দ উপস্থিত ছিলেন।