বরকল থানা চতুর্থ বারের মতো শ্রেষ্ঠত্ব অর্জন
॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি বরকলে মাদক পাচার,চোরাচালান,নারী নির্যাতন,মানবপাচার সহ আইনশৃঙ্খলা রক্ষায় বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন এর নেতৃত্বে উপজেলায় আইনশৃঙ্খলা বিষয়ক কার্যক্রমে বরাবরের মতো সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছেন বরকল থানা পুলিশ। তাই প্রতিবারের মতো ক্রাইম কনফারেন্স সভায় রাঙ্গামাটি জেলার ১২ থানার মধ্যে চতুর্থ বারের মতো শ্রেষ্ঠ থানার সম্মান অর্জন করেছে বরকল মডেল থানা।
বুধবার (৬ এপ্রিল) সকালে রাঙ্গামাটি জেলা পুলিশের কার্যালয়ে কনফারেন্স কক্ষে ক্রাইম বিষয়ক আয়োজিত সভায় রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার মোঃ মোদদ্াছের হোসেন এর কাছ থেকে বরকল থানার ওসি মোঃ নাছির উদ্দিন সম্মাননা স্মারক গ্রহণ করেছেন বলে থানার উপ-পরিদর্শক (এসআই) অভি গুপ্ত এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে,বরকল থানাকে শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত করায় বড়কল থানা পুলিশ এর পক্ষ থেকে রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার মোঃ মীর মোদদ্াছের হোসেন কে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।