বরকলে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে উন্নয়নশীল দেশ উত্তরণ শীর্ষক সভা অনুষ্ঠিত
॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ,বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রতিপাদ্য নিয়ে রাঙ্গামাটি বরকলে উপজেলা প্রশাসন এর উদ্যোগে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ মার্চ) সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ সভা আয়োজন করা হয়।
সভার শুরুতে স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর হতে বরকল বাজার ও ৪৫ বিজিবি জোন এর চেকপোস্ট-১ পর্যন্ত কানন্দ রেলী বের করা হয়।পরে প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের চত্বরে এসে রেলী সম্পন্ন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা,বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা।
প্রধান অতিথি বক্তব্য উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, উন্নয়নশীল কাতারে বাংলাদেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মৃত্যুর পর ১৯৯৬ সালে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়। তারপর ২০০৮ সালের নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ বিপুল ভোটে জয়ী হবার পর আরও উন্নয়নের অগ্রযাত্রা বৃদ্ধি পায়। আর এখন বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাত ধরে দেশ স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে রুপান্তরিত হয়েছে।
তিনি আরো বলেন,বঙ্গবন্ধু রাষ্ট্র নায়ক হিসেবে যেভাবে দেশের মানুষের জন্য কাজ করেছেন। ঠিক তেমনি স্বস্ব প্রতিষ্ঠানের প্রধানরা রাষ্ট্রের নায়কের মতো কাজ করলে উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব। আর সকল মানুষকে বাংলাদেশকে প্রাণের চেয়ে ভালোবাসতে হবে। যদি দেশের মানুষ দেশকে ভালোবাসে তাহলে ২০৪১ সালে আমাদের দেশ উন্নত দেশে পরিণত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সভাপতি বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা বলেন,বাংলাদেশ বিস্ময়কর অবস্থানে পৌঁছেছে। আমাদের দেশ পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছে। এ ধারা বজায় থাকলে দ্রুত উন্নত দেশে রুপান্তরিত হবে।
এসময় বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, উপজেলার সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী,মুক্তিযোদ্ধা,আইনশৃঙ্খলা বাহিনী,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষক ও শিক্ষার্থী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভা শেষে উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।