মানিকছড়িতে কাবিদাং’র উদ্যোগে প্রকল্পের উপকারভোগীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ
॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির মানিকছড়ি সিপিপি পিএইপি-২ প্রকল্পের’র কাবিদাং মানিকছড়ি শাখার উদ্যোগে প্রকল্পের উপকারভোগীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
রবিবার (২৭ মার্চ) সকালে উপজেলার বুধং পাড়া ও লিপিয়া পাড়া এলাকার ৪জন বাগান সদস্য ও ৫৪জন জৈব কৃষি সদস্যদেরকে কেঁচো সার তৈরির জন্য ১১৮টি রিং ও ১৩ কেজি ৭৭৫ গ্রাম গ্রীষ্মকালীণ সবজি বীজ বিতরণ করা হয়েছে। এছাড়াও ৪শ ৬ কেজি আদা, ২১৫ কেজি হলুদ ও ১৯২ কেজি ধানের বীজ প্রদান করা হয়েছে।
এ সময় স্থানী ইউপি সদস্য মানিক ত্রিপুরা, কাবিদাং প্রতিনিধি রামপ্রু মারমাসহ পাড়া কার্বারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপকারভোগীদের মাঝে কৃষি উপকরণ বিতরনকালে কাবিদাং প্রতিনিধি রামপ্রু মারমা বলেন, কৃষিতে রাসায়নিক সারের পরিবর্তে জৈবসার ব্যবহার করার লক্ষে আমাদের এ কার্যক্রম। তাছাড়া কৃষিতে জৈবসার ব্যবহারের ফলে নিরাপদ ও অধিক ফসল উৎপাদন করাও সম্ভব। সিপিপি পিএইপি-২ প্রকল্পের’র কাবিদাং এর মাধ্যমে আপনাদের স্বাভলম্বি করার লক্ষে গ্রীষ্মকালীণ সবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। যার মাধ্যমে পারিবারিকভাবে ও আর্থিকভাবে লাভবানের সুযোগ রয়েছে। আশা করি আপনারা এর মাধ্যমে উপকৃত হবেন।