[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

মানিকছড়িতে কাবিদাং’র উদ্যোগে প্রকল্পের উপকারভোগীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

৯৮

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মানিকছড়ি সিপিপি পিএইপি-২ প্রকল্পের’র কাবিদাং মানিকছড়ি শাখার উদ্যোগে প্রকল্পের উপকারভোগীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

রবিবার (২৭ মার্চ) সকালে উপজেলার বুধং পাড়া ও লিপিয়া পাড়া এলাকার ৪জন বাগান সদস্য ও ৫৪জন জৈব কৃষি সদস্যদেরকে কেঁচো সার তৈরির জন্য ১১৮টি রিং ও ১৩ কেজি ৭৭৫ গ্রাম গ্রীষ্মকালীণ সবজি বীজ বিতরণ করা হয়েছে। এছাড়াও ৪শ ৬ কেজি আদা, ২১৫ কেজি হলুদ ও ১৯২ কেজি ধানের বীজ প্রদান করা হয়েছে।

এ সময় স্থানী ইউপি সদস্য মানিক ত্রিপুরা, কাবিদাং প্রতিনিধি রামপ্রু মারমাসহ পাড়া কার্বারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপকারভোগীদের মাঝে কৃষি উপকরণ বিতরনকালে কাবিদাং প্রতিনিধি রামপ্রু মারমা বলেন, কৃষিতে রাসায়নিক সারের পরিবর্তে জৈবসার ব্যবহার করার লক্ষে আমাদের এ কার্যক্রম। তাছাড়া কৃষিতে জৈবসার ব্যবহারের ফলে নিরাপদ ও অধিক ফসল উৎপাদন করাও সম্ভব। সিপিপি পিএইপি-২ প্রকল্পের’র কাবিদাং এর মাধ্যমে আপনাদের স্বাভলম্বি করার লক্ষে গ্রীষ্মকালীণ সবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। যার মাধ্যমে পারিবারিকভাবে ও আর্থিকভাবে লাভবানের সুযোগ রয়েছে। আশা করি আপনারা এর মাধ্যমে উপকৃত হবেন।