[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

পাহাড়ী দাদুর দুরবীণ হইতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মা’র নিকট খোলা চিঠি-৬১

কেহয় উঁকি মারে আর কেহয় মজুদ ধরে,দুই কচ্ছপের পিঠে ট্রান্সমিটার বহুত রকুমের কুইশান

৯২

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মা’ পত্রের শুরুতেই আমি পাহাড় চুড়া, টিলা-নালার অভাগা, পোড়াকপাইল্লা, অধম, বেকুব লাঠি দ্বারা চলিত পাহাড়ী দাদুর হাজার কুঠি আদাব, নমস্কার ও সালাম গ্রহন করিবেন। আশা করি মহান সৃষ্টি কর্তার অপার কৃপায় সোনার বাংলার প্রায় দেড় ডজন কুঠি মানুষ অ-মানুষ লইয়া আপুনি কোন রকুম দিন যাপন করিতেছেন। আমিও নানান চরিত্রের অবাধ্য জীবানু করোনা-১৯’র অত্যাচার, তিন পাহাড়ী জেলার ষোল লাখের অধিক নর-নারী লইয়া পাহাড়ের তলায়, নালায়, চিপায়, কাপ্তাই হ্রদের ধারে, উপরে টং বানাইয়া, জানপরান হাতে লইয়া, মুক্তিপন আর চাঁন্দা দিয়া, মাথা ফাঠাইয়া, ব্রাশ ফায়ার খাইয়া, ষড়যন্ত্রের জেল খাটিয়া, লুটপাঠ আর ঠেলা গুতোর পাহাড় পর্বতে গড়াগড়ি করিয়া, খাইয়া না খাইয়া কোন রকুমের বাঁচিয়া থাকিয়া এই পোড়াকপাইল্লা, অধম, হতভাগা, বেকুব পাহাড়ী দাদুর ভাঙ্গা দুরবীণ হইতে আপুনার দরবারে কিছু জানাইতে, পাহাড় পর্বত লইয়া ভাবিতে, ভাবাইতে, আগাইতে, ফাঁফিয়া, হাঁপিয়া, কাঁপিয়া, আইজ পর্যন্ত ৬১ নম্বর চিঠিখানা লিখিয়াছি। মা’গো দয়া করিয়া পাহাড়ের এই অভাগা পোড়াকপাইল্লা, অধম, বেকুব দাদু’র খোলা চিঠিখানা আপুনি একটু সময় দিয়া পড়িবেন, পাহাড় নিয়া ভালামন্দ বিচার বিশ্লেষণ করিবেন, আগাইবেন, হ¹ল দিক ঠিক রাখিয়া সুক্ষ্ম চিন্তায় পাহাড় শাসনের সুক্ষ্ম ব্যবস্থাপত্রও বানাইবেন।

শ্রদ্ধেয় মমতাময়ী, রাজনৈতিক বিজ্ঞ, অকুতোভয় শাসন কর্তা, বিশ^ নেতা মা’জননীগো এই অভাগা পাহাড়ের চুড়ায় থাকিয়া পাহাড় সমতল হ¹ল কোনার বার্তা লইয়া আপুনার দরবারে প্রতি এক পক্ষে লিখিয়া যাইতেছি, তয় মা’গো দূর্বিফাঁকে পড়িয়া মইধ্যে মইধ্যে চোখে ঝাপসাও দেখি পক্ষও অপক্ষে গড়াইতেছে। মা’রে পার্বত্য চট্টগ্রামেও আধিপত্য, চাঁন্দাপথ্য, ঘায়েলপথ্য, দখলপথ্যসহ নানান অপকর্মপথ্যের বিস্তার লইয়া বহুতে দৌঁড়াইতেছে আবার সন্ত্রাসীরাও বন্দুকের নলায় খালি ফটর ফটর করিয়া মানুষ মারিতে ওস্তাদ। পর্বতের বহু ওস্তাদের দলাদলী বলাবলি লইয়া জীবন সাঙ্গের গননায় যোগই হইতেছে। ক’দিন বিরতি থাকিয়া আবার ঢুঁস করিয়া ফুটায়। চরম নরম ভক্তের অধিকারী সন্ত্রাসীগোর লাগাতার অত্যাচারে অসহায় দাদু-দিদিরা পিষ্ট হইতেই আছে, বৈদ্য ওজাতেও ফলাফল শুন্য। অভাগারা রাইত দিন সৃষ্টিকর্তারে জবিতে জবিতে, চোখের জল ফালাইতে ফালাইতে, বুক চাপড়াইতে-চাপড়াইতে জানপরান হেই আছে হেই নাই। উপরে করুনাময় সৃষ্টিকর্তারে, নীচে আপুনি মমতাময়ী, অকুতোভয় শাসন কর্তা, বিশ^ নেতা’র দরবারে খালি মিনতি জানাইতেছে। যাউ¹া, এইবার পর আলোচনা-সমালোচনা-পরামর্শ হইলো….

মা’জননীগো, আমাগো বান্দরবন পাহাড়ে রক্তচোষা বহু জোঁকের দলতো ভারি হইয়াছে। হয় ইয়াবা নয় আফিন, খুন ধর্ষণ যে আঠার মতনই লাগিয়া রহিয়াছে। হেই পাহাড়ে নানান কিচিমের আকাম কুকামে পাহাড়ের দাদু-দিদিরা ধুলিস্যাৎ হইতেই আছে। এরই মইধ্যে লাগার খুনোখুনি হইয়াছে। ক্ষেপা দাদু বহুতে কহিলো হেইখানের সীমানার ঘেড়া-বেড়া নাকি ছেঁড়া ফাটা তয় এ-ধারকা মাল ওধার, ও-ধারকা মাল এধার হইতেছে। মাদার ডিস্ট্রিক্টের সদর উপুজিলা ছাত্রলীগের উপুপচার সম্পদক জয় ত্রিপুরারে শহরের প্রধান সড়কেই ছুরিকাঘাত করিয়া হত্যা করা হইয়াছে। চান্দের মতন এই পোলারে কি কারণে এইভাবে হত্যা করিল নেতারাও হিসাব মিলাইতে পারিতেছে না। এইবার মগ পার্টির তিন জন পরপারে। তয় মনিকা কান্ডের দৃশ্য অদৃশ্যও পুরিস্কার করণ দরকার। মাদারডিস্ট্রিক্টের আকাম কুকামকারীগোর বিষয় আশয়ে গুরিন্দা দিয়া হ¹ল কোনায় ঘুঁটা দেন, দেখিবেন ফত্ ফত্ করিয়া চান্দের মতন দাঁড়াইবে। খাগড়াছড়ি পহাড়েও আমামীলীগের মইধ্যে স্নায়ুযুদ্ধ চলিতেছে। হেইখানের জিলা পুরিষদের চেয়ারমনের উপুরেও হামলা করা হইয়াছে। তিন পাহাড়ে তলে তলে অন্তর্কোন্দলতো ভাবাইয়া তুলিতেছে। মা’রে চক্রান্ত চক্রবৃদ্ধির আগেই বন্ধ করিতে হইবে না হইলে আগামী ইলেকশনে ফিরিকিশনের পাহাড়রও হইবে।

মা’জননীগো, লাগমহীন দ্রব্যমুল্য দেশের দাদু-দিদিরাতো হাঁসফাঁস। খেঠে খাওয়ারাতো জমাজাটি ঘরে তুলিতে পারিতেছেনা। দেশও বিশ্বের লগে তাল মিলাইবে তয় বেতালের তালের কি পোড়াকপাইল্লাগোর ঘারে চড়িবে হেই হিসাব তামাম দুনিয়ার দাদু-দিরিাওতো মিলাইতে মাথার চুল ছিড়িতেছে। দেশের বাজারেতো কেহয় উঁকি মারে আর কেহয় মজুদ ধরে। রেজা দাদু কহিলো দেশের খাদ্য কর্মকর্তাগোর আচরণ নাকি সরিষায় ভুত, তাইজ্জব কান্ডরে মা। ছয় টাকার লাগি দুইশ চাইর টাকার ক্ষতিতে নাকি বাংলার সমৃদ্ধি। যুদ্ধ ইউক্রেনে আমাগো হতভাগারা ব্যবসায়ীগোর আক্রমনে কেন, এই কুইশানতো গড়াইতেছে হ¹লের কানে। ক্ষেপারাতো পুতিনরে আরেক মাহমারি করোনা বলিয়া কহিতেছে। পুতিন যে অবস্থা চালাইতেছে তয় বিশ্বে তাইনের সতীনের পাল্লাও ভারী হইতেছে বলিয়া এই অধমেরও মনে হইতেছে। পশ্চিমা বিশ্বও তামাশা দেখন ছাড়া কিইবা আছে। যাউ¹া হেইসব কথা আমাগোরও শিক্ষা লওনের দরকার।

মা’রে দুই কচ্ছপের পিঠে ট্রান্সমিটার বহুত রকুমের প্রশ্নে জন্ম দিতেছে। যা মনে হইতেছে আমাগো দেশের নদ-নদীর তলদেশেও শত্রুর উঁকি ঝুঁকি চলিতেছে। এই মেকানিজমের কারনই বা কি কারাই বা চালাইতেছে আঁটঘাঁটের তথ্য তালাশ করিবেন। হুট করিয়া আল্লাহর দলের নায়ক ইউসুফ, গাজওয়াতুল হিন্দের মনিরতো ভাবাইতেছে বলিয়া খান জেঠাও কহিলেন। রোহিঙ্গ্যা নেতা মুজিবুল্লাহ হত্যায় আরসা প্রধান জকোরিয়াও আটক। কক্সবাজারের পেকুয়ায় অস্ত্র কারখানা হইতে দেলোয়ার রে হাতে হাত কড়া। দুই হাজার সালের কোটালিপাড়ার ঘটনার মৃত্যুদন্ডপ্রাপ্ত জঙ্গী আজীজের হাতে হাত কড়া। নতুন যোগ হইয়াছে দস্যুদল গাংচিলের প্রধান হোতা মোশাররফ। আমাগো এমপি মোশাররফ দাদুর ভাইর বাবরের আকামেতো বহুতের নাকও কাটিতেছে। সেলিম খান, জামাল মোস্তফাগোর কপালে টিক্কার ছেকা দেন। দুতাবাসেও চাকরি দেওনরে কথা কহিয়া জোঁকের দল কুটি কুটি টাকা হাতাইয়াছে। দেশের পাচার হওয়া হাজার হাজার কুটি টাকা ফিরাইতে কঠোর হইবেন। লুটেরা চোর-ডাকাইতের ফর্দ লইয়া দ্রুত টান দেন।

মা’গো আগামী ইলেকশনের আগেই আনাচে কানাচে গোছাইতে কড়া হইবেন। আবোল তাবোল নেতাগোর কারনে আমামীলীগের ঘরে অচেনা বহুত ছাড়পোকা বাসা বান্ধিয়াছে। ইউপি লইয়া দেশের দাদু-দিদিরা যেই তামাশা দেখিয়াছে জাতীয় লইয়া কি হইবে, কি হইবে এই চিন্তা। নতুন নির্বাচন কমিশনের সিইসি আওয়াল দাদুরও মহা চ্যালেঞ্জ আগামী নির্বাচন। জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন পূরনে দূর্নীতিতো প্রধান বাধা হইয়া দাঁড়াইয়াছে। দেশের উন্নয়নে আপুনার অর্থ শক্তিতো খালি উছুঁট খাইতেছে। দুদকরে ভৎসনা করিয়াছে হাইকোর্ট। দুর্নীতি রোধ করিতে জিলা-উপুজিলা-ইউনিয়নেও জোরসে ধাক্কা লাগান। প্রশাসনের কোনায় কোনায় সৎগোরে বসাইয়া দেন। রবিন দাদু কহিলো বেসরকারী বিশ্ববিদ্যালয় দেশের ছাত্র-ছাত্রীগোর অর্থ চষিয়া গিলিতেছে। তাইনেগোর নাকি নিয়মনীতির বালাই নাই।

মা’গো দেশে প্রতিদিনই সড়ক দূর্ঘটনায় দাদু-দিদিরা মরিতেছে হেই লগে বিআরটি’র ভান্ডারে ভুয়া লাইসেন্স চক্রের পল্লাও নাকি ভারি হইয়াছে। পরিবহন সেক্টর লইয়া কড়া ভাবনের দরকার এই সেক্টরেতো লাঠি না চালাইলে বেপরোয়াই চলিবে। না হইলে প্রতিদিনই দেশের দাদু-দিদিরা কোন কোন দূর্ঘটনায় পরপারে যাইবে। দেশের নানান কিচিমের শয়তান আমাগো মা-বোনদের ইজ্জত লইয়া টানটানি চালাইতেছে। গাড়িতে ডাকাতি চালাইয়া শেষে দুই নারীরে ধর্ষণ করিয়াছে। চাকরির প্রলোভেনে বিদেশে নারী বিক্রি। মা-বোনদের উপর রক্তচোষা জোঁকের দলের আক্রমন টানা চলিতেছে। তয় দেশের নারীর উপর যেই বিভৎস ঘটনা চলিতেছে এইসবের বিচার দ্রুত করিতে কড়া ওয়ার্ডার দিবেন। নূর দাদু কহিলো অর্থ লুট, নারী ধর্ষণ, হত্যা, প্রতিহিংসা পরায়ন রাজনীতিতে সাধারনরা বলির পাঁটা হইতেছে। আমাগো মহিলা পুরিষদের দাবি গেল একুশ সালে দেশে শুধু সাড়ে বরোশ শিশু ধর্ষণের শিকার হইয়াছে। এইসব বিষয়খানা লইয়া দয়া করিয়া কঠোর অস্থানে যাইবেন।

মা’গো চাঁটগার মাদ্রসাগুলাইনে দৃষ্টি দিবেন। ছোট্ট দাদু আরমান-মাশরাফির খুন অভিভাবকরা দুঃশ্চিন্তায় দিন গড়াইতেছে। টেকনাফের পুতিয়া বাহিনীর অত্যাচর, হেইখানে পনের কুটি টাকার মাদক আইস বিজিবির হাতে জব্দ। উখিয়ায় এইবার লালু বাহিনীর প্রধান হোতা গনি লালু ছয় কুটিটাকার ইয়াবা লইয়া র‌্যাবের হাতে বন্দি। হাটহাজারীতে ইয়াবা লইয়া তিন বোন হাজতে। আজাদ দাদু কহিলো আনসার ইসলামের অপতৎপরাতও নাকি চলিতেছে। একুশে বই মেলায় হামলা করিতে যাইয়া ধরাপড়া রুবেলই জানান দিয়াছে তাঁগো কর্মকান্ডর গতি-রতি।

মা’গো পরম করুণাময় সৃষ্টি কর্তার অশেষ কৃপায় আপনিতো ভালা-মন্দে আপুনার উপদেষ্টা, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী লইয়া দেশ পরিচালনা করিয়া যাইতেছেন। তয় মা’গো আপনি হ¹ল উন্নয়ন দ্রুত গতিতে চালাইলেও দেশ গেরামের দাদু-দিদিরাতো রাক্ষস খোক্ষসের পল্লায় পড়িয়াছে তারমইধ্যে যোগ হইয়াছে বিশ্ব শক্তিধর করোনা-১৯। হুট করিয়া হৃদমাজারে ধরে আর মারিয়াই ছাড়ে। এমনিতে কুটি কুটি দাদু-দিদিরা মানব সৃষ্ট অত্যাচার, নারী-নির্যাতন, ধর্ষন-হত্যা, দূর্নীতি আর মাদকের ছোবলে পিষ্ট। মা’রে মানবতাবিরোধীগোর এইসব কাইজ কাম বধ্ করিতে আপুনার নেতা-নেত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, ডিসি, এসপি, আইনশৃংখলা বাহিনী, গুরিন্দা বাহিনীরে কড়া ওয়ার্ডার অব্যাহত রাখিবেন।

মা’জননীগো জাতিরে যারা অন্ধকারে নিমজ্জিত করিতে চাহে তলে বলে শত্রুরাও উঁকি ঝুঁকি মারিতেছে। আপুনার মতন বিজ্ঞ মা’রে জ্ঞান দেয়া আমার মতন লাঠি দ্ধারা চলিত পোড়াকোপাইল্লা, অধম, বেকুব পাহাড়ী দাদুর জ্ঞান কতঠুকুই বা কামে লাগিবে, কথা হইলো আপুনার সবদিকেতো শত্রু আর শত্রু। হজাগ থাকিবেন, মানবতাবিরোধীদের ঘায়েল করিতে হার্ট লাইনে যাইবেন। মা’রে আইজও আর বেশী লম্বা করিতে চাহি না। আয়রন, সিলভার, গোল্ডেন বুলেটে আবদ্ধ পাহাড় চুড়া লইয়া এই অভাগার বুকের পাঁজরে বহুত ক্ষোভ, দুঃখ বেদনা জন্মিয়া রহিয়াছে, খোলাসা করিয়া আপনার দরবারে দু-চার কলম লেখিয়া পাবলিকের উপকার করিতে পারিলে জীবনের পরপারে যাইয়াও শান্তি। আইজ যা লিখিয়াছি কোন ভুলভ্রান্তি হইলে মনে কষ্ট দিলে এই অভাগা পোড়াকপাইল্লা, অধম, বেকুবরে ক্ষমা করিবেন। মা’রে প্রতি এক পক্ষে আপনার নিকট লিখা এই বেকুবের খোলা চিঠিখানা একটু সময় হাতে লইয়া পড়িবেন। আপনি ও দেশের ১৭ কুঠি দাদু-দিদির জন্য আর্শিবাদ, দোয়া রইল, সবদিকে দৃষ্টি রাখিবেন, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখিবেন, ভালা থাকিবেন। আইজ এই পর্যন্ত।

ইতি,
আপনারই কুঠি কুঠি দাদু-দিদির পোড়াকোপাইল্লা, অধম, বেকুব
পাহাড়ী দাদু
গ্রন্থনা- এস.এস.বি.এম, তারিখ- ২৭ মার্চ, ২০২২ খ্রীঃ