লামায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত
॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥
যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানের লামায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। দিবসটি উপলক্ষে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের সূচনা করা হয়।
শনিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই লামা উপজেলা পরিষদের সামনে স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। স্মৃতিসৌধে লামা উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, লামা পৌরসভা, লামা থানা, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল সহ সরকারি বেসরকারি সংস্থা পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর একে একে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ ছাড়া লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে লামা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শন ও ডিসপ্লে প্রদর্শন সহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিবসের সকল অনুষ্ঠানমালায় সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল। এছাড়া সরকারি বেসরকারি কর্মকর্তারা অংশ নেয়।