[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

[/vc_column_text][/vc_column][/vc_row]

রোয়াংছড়িতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

৩৩

॥ রোয়াংছড়ি উপজেলা প্রতিনিধি ॥

যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানের রোয়াংছড়িতে পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। দিবসটি উপলক্ষে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের সূচনা করা হয়।

শনিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই রোয়াংছড়ি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, রোয়াংছড়ি থানা, ফায়ার সার্ভিস, রোয়াংছড়ি কলেজ সহ সরকারি বেসরকারি সংস্থা পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর একে একে বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ ছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শন ও ডিসপ্লে প্রদর্শন সহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

দিবসের সকল অনুষ্ঠানে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ ফোরকান এলাহি অনুপমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা, বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা। এছাড়া উপস্থিত ছিলেন রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, সরকারি বেসরকারি কর্মকর্তা, স্কুল ছাত্র-ছাত্রী, শিক্ষক ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গসহ প্রমুখ।