মহালছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। শনিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে মহালছড়ির স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনি ও সরকারি -বেসরকারি সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা।
মহালছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কান্তি চাকমা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার’র নেতৃত্বে মহালছড়ি উপজেলা প্রশাসন, মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি রতন কুমার শীল ও উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এর নেতৃত্বে মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন সহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি অফিস, মহালছড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগ, মহালছড়ি উপজেলা প্রেস ক্লাব, মারমা উন্নয়ন সংসদ, মুবাছড়ি ইউনিয়ন পরিষদ, মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদ, লারমা পন্থী জেএসএস, ইউপিডিএফ(গণতান্ত্রিক), বেসরকারি উন্নয়ন সংস্থা খাগড়াপুর মহিলা কল্যান সমিতি (কেএমকেএস) এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী ও ছাত্র/ছাত্রীরা পরে পরে মহালছড়ির শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
দিবসটি উপলক্ষে মহালছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে মহালছড়ি স্টেডিয়ামে জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।