[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়িতে অপহৃত ৫শিক্ষার্থীর মধ্যে লংঙি ম্রো বান্দরবান উপজেলা আলীকদমেরখাগড়াছড়ির রামগড়ে দুই কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে দুই বসতবাড়ি আগুনে ভষ্মিভুতদীঘিনালায় গার্ল গাইডস এসোসিয়েশনের ৫দিনব্যাপি বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণ সম্পন্নখাগড়াছড়ির দীঘিনালায় বাড়ির সদস্যদের অজ্ঞান করে দূর্ধষ চুরিগুণগত শিক্ষা জাতিগত ভেদাভেদ ভুলিয়ে দিতে পারবে: রাঙ্গামাটিতে জলখেলি অনুষ্ঠানে সুপ্রদীপনৃ-গোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি ব্যবহার করতে চাই না: জলকেলীতে উপদেষ্টা সুপ্রদীপবান্দরবানের আলীকদমে মার্মা সম্প্রদায়ের মাহাঃ সাংগ্রাই পোয়েঃ-২০২৫ উৎসব পালনপুরোনো দিনের গ্লানি মুছে যাক সাংগ্রাইয়ের মৈত্রীময় জলেবান্দরবানের থানচিতে খ্রীস্টান সম্প্রদায়ের গুড ফ্রাইডের উপহার দিলেন সেনাবাহিনী
[/vc_column_text][/vc_column][/vc_row]

‘পুলিশে চাকরি নয়, সেবা’

পুলিশকে পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালন করতে হবে : রাঙ্গামাটি এসপি

৩১

॥ মোঃ নুরুল আমিন ॥

‘চাকরি নয়, সেবা’ এ শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এর ন্যায় রাঙ্গামাটি জেলায় প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই এর লক্ষ্যে ২০০ মিটার দৌড়, পুশআপ, লং জাম্প, হাই জাম্প, ড্র্যাগিং এবং রোপ ক্লাইমিং প্রশিক্ষণ শুরু হয়েছে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত এ প্রশিক্ষণ চলে। এতে ৯৯ জন প্রার্থীকে চূড়ান্তভাবে যাচাই-বাছাই করা হয়েছে বলে পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে।

পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি নিউ পুলিশ লাইন্স (সুখীনীলগঞ্জ) এ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে আগামী ২০, ২১ ও ২২ মার্চ রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই এর লক্ষ্যে ২০০ মিটার দৌড়, পুশআপ, লং জাম্প এবং হাই জাম্প এর মাধ্যমে ২য় দিনের ইভেন্ট এর কার্যক্রম সম্পন্ন করা হয়েছে এবং ৩য় দিনের ইভেন্টে দৌড়, ড্র্যাগিং এবং রোপ ক্লাইমিং এর মাধ্যমে কার্যক্রম শেষে ৯৯ জন পরীক্ষার্থী চূড়ান্তভাবে পরবর্তী লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়।
সূত্রে আরো জানা যায়, আগামী ২৯ মার্চ লিখিত পরীক্ষা এবং ৯ এপ্রিল মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা সংক্রান্তে ব্রিফিং প্যারেড ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে। সভায় পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বোর্ডের সদস্যগণের উদ্দেশ্যে নিয়োগ সংক্রান্ত পাওয়ার পয়েন্ট প্রদর্শন করা হবে।

এসময় রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম সহ পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ নিয়োগ বোর্ডের সদস্যগণ উপস্থিত ছিলেন।

রাঙ্গামাটি পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন জানান, রাঙ্গামাটি পার্বত্য জেলার নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালন করতে হবে। সকলের সহযোগিতায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন হবে।