নাইক্ষ্যংছড়িতে সপ্তাহ ব্যাপী মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মেলার সমাপ্তি
॥ মোঃ মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি ॥
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে সপ্তাহ ব্যাপী ‘মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মেলার সমাপনী অনুষ্ঠানের সমাপ্তি হয়েছে। গত ১৭ মার্চ থেকে শুরু হওয়া এ অনুষ্ঠান ২৩ মার্চ বুধবার শেষ হয়। উপজেলা উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত এ মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. শফিউল্লাহ।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা ফেরদৌস এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারি কমিশানার (ভূমি) জর্জ মিত্র চাকমা, দোছড়ি ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মো. ইমরান, সদর ইউপি চেয়ারম্যন নুরুল আবছার ইমন প্রমূখ।
সমাপনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি জনগনের সম্মুখে তুলে ধরার লক্ষ্যে মন্ত্রণালয় ভিত্তিক দপ্তরসমূহের কার্যক্রম প্রেজেন্টেশন এর মাধ্যমে জনগনের সামনে তুলে ধরেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার এবং সকল বিভাগের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্টান শেষে মেলায় বিচারক প্যানেলের সিদ্ধান্তক্রমে উপজেলা শিক্ষা অফিস কার্যালয় ১ম, উপজেলা ভূমি অফিস ২য় এবং উপজেলা কৃষি অফিস ৩য় স্থান অর্জন করায় তাদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।