[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানের লামায় দ্বৈত কর-এ দিশেহারা কৃষকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় স’মিল মালিককে ৬০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবির ব্যবস্থাপনায় নিরাপত্তা ও সমন্বয় সভাবাঘাইছড়িতে কৃষকদের মাঝে কৃষি প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণখাগড়াছড়ির দীঘিনালায় ধান চাষে কৃষকদের প্রশিক্ষণ সনদ প্রদানরাঙ্গামাটির লংগদু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভারাঙ্গামাটির লংগদুতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণখাগড়াছড়িতে দেড় দশক পর সরাসরি ভোটে কলেজ ছাত্রদলের কাউন্সিল সম্পন্নরামগড় ৪৩ বিজিবির উদ্যোগে ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণরাঙ্গামাটির বাঘাইছড়িতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানে ৭দিনের ‘মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলায় সমাপ্তি

৩৫

॥ বান্দরবান উপজেলা প্রতিনিধি ॥

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ‘মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা’র সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৩ মার্চ ) দুপুরে বান্দরবান জেলা প্রশাসক প্রাঙ্গণে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটির সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

এসময় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ৭ দিন ব্যাপী এ মেলায় সরকারের বিভিন্ন দপ্তর ও বেসরকারি দপ্তরের ৬০ টি স্টল অংশগ্রহন করেন। ৭দিন মেলায় শেষে স্টল প্রদর্শনী তে ১ম স্থান অর্জন করে উপপরিচালক,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়,২য় স্থান অর্জন করে জেলা নির্বাচন অফিস এবং ৩য় স্থান অর্জন করে গণপূর্ত বিভাগ,বান্দরবান। এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সম্মাননা স্বারক ও সনদ পত্র তুলে দেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

বক্তব্যে ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি কতটুকু সমৃদ্ধশালী হলো,কতটুকু সুশাসন প্রতিষ্ঠিত হলো এগুলো জনগনের সামনে তুলে ধরার লক্ষ্য নিয়েই বান্দরবান জেলা প্রশাসন আয়োজিত এই মেলা অনুষ্ঠিত হলো।

তিনি আরও বলেন, জাতির পিতার জন্মশতবার্ষিকী,উন্নত রাষ্ট্র ও জাতি গঠন এবং সুরক্ষিত জনস্বাস্থ্য ও উন্নয়ন,টেকসই অভীষ্ট (এসডিজি), প্রধানমন্ত্রী শেখ হাসিার ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং,সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা,তথ্য অধিকার,নারী ও শিশুর প্রতি সংহিসতা প্রতিরোধ,গুজব,মাদক ও বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন এবং সমসাময়িক বিভিন্ন বিষয় উল্লেখ করে বক্তব্য প্রদান করেন।এসময় তিনি বান্দরবান জেলা প্রশাসনের পক্ষ থেকে অংশগ্রহণকারী সকল প্রতিষ্ঠান ধন্যবাদ জানান।

সমাপনী অনুষ্ঠানে পুলিশ সুপার জেরিন আখতার (বিপিএম), স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো.লুৎফুর রহমান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট কায়েসুর রহমান, বান্দরবান সিভিল সার্জন ডা.নিহার রঞ্জন নন্দী সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোসলেহ্ উদ্দিন চৌধুরীসহ সরকারী বেসরকারী কর্মকর্তা ও বান্দরবান জেলা পুলিশ, উপপরিচালক, স্থানীয় সরকার, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং নির্বাহী প্রকৌশলী,সড়ক ও জনপথ বিভাগ,গণপূর্ত বিভাগ,ওয়ার্ল্ড ভিশন সহ সরকারি বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীল পদস্থ কর্মকর্তারাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।